আমাদের কথা খুঁজে নিন

   

Canon in D

Confusion is a divine entity.......
ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শোনার ভাগ্য আমার খুব বেশী হয় নি। তবে ইন্টারনেট আর ল্যান এর বদৌলতে Beethoven , Mozart, Bach এর কিছু অসাধারণ কিছু কম্পোজিশন শুনেছি। কিন্তু ছয় মাস আগেও কখনো Johann Pachelbel এর নাম শুনেছি মনে পড়ে না। নামটা প্রথম চোখে পড়ে গীটার শেখার ব্যর্থ চেষ্টা করতে গিয়ে। একটা টিউটোরিয়ালে ফিঙ্গারস্টাইল গীটার প্র্যাকটিসের জন্য Johann Pachelbel এর "Canon in D" নামে একটা স্কোর দেয়া ছিলো।

প্রথমে নামটা পড়ে আমার হাসি পেয়ে গিয়েছিলো! "ক্যানন মানে তো কামান! এইটা আবার মিউজিক হয় ক্যামনে?? (অল্পবিদ্যা ভয়ঙ্করী হলে যা হয় আর কি! ) তারপর শুনে দেখলাম ইনস্ট্রাক্টর ব্যাটা দিব্বি চমৎকার একটা টিউন বাজিয়ে যাচ্ছে খুবই সাবলীলভাবে। শুনতে বেশ ভালো লাগছিলো। ভাবলাম দেখি একটু চেষ্টা করে আমিও পারি কিনা! হা হতোস্মি!! এতো কঠিন!! এতো চমৎকার অথচ সিম্পল একটা সাউন্ড অথচ ভালো করে ফিঙ্গারিংই করতে পারছিলাম না। ইচ্ছা হলো গীটারটা ছুঁড়ে ফেলে দেই। যাই হোক পরে ভাবলাম অ্যাকুস্টিক গীটার ছুঁড়ে মারলে ভেঙ্গে যাবে।

পরে আরেকটা যে কিনবো সেই সামর্থও নাই তবে Canon in D স্কোরটা খুব মনে ধরেছিলো। তাই ভাবলাম একটু ওয়েবে সাঁতরিয়ে দেখি এ বিষয়ে কি পাওয়া যায়। সার্চ করে বুঝতে পারলাম "Canon in D" এর সাথে কামানের কোন সম্পর্ক নাই! এটা হলো Johann Pachelbel এর কম্পোজ করা সবচে বিখ্যাত মিউজিক। এই লোক দেখি ব্যাপক কম্পোজার ছিলো। বিদেশে এটা ওয়েডিং অনুষ্ঠানে হরহামেশাই ব্যবহার করা হয়।

এমনকি তখন আমার খেয়াল হলো যে এই মিউজিকটা আমি "সানসিল্ক" শ্যাম্পুর একটা বিজ্ঞাপনেও শুনেছি। খালি তখন জানতাম না এটা Canon in D যাই হোক তারপর "তুমি নলচে" (Youtube) !! এ খোঁজাখুঁজি করে এর অনেকগুলো ভার্সন শুনেছি। একেকটা একেক মাধ্যমে বাজানো: পিয়ানো, অ্যাকুস্টিক গীটার, ইলেকট্রিক গীটার, বেইজ গীটার(!), ক্লারিনেট, ভায়োলিন, বাঁশি, চেলো ইত্যাদি ইত্যাদি......... বলা বাহুল্য সবগুলোই ভালো লেগেছে এখানে দুইটা লিংক দিয়ে দিচ্ছি. প্রথমটা অ্যাকুস্টিক গীটারে বাজানো। ভিডিওর ডেসক্রিপশন পড়ে ভালো লেগেছিলো। লোকটা তার মেয়ের বিয়েতে এটা বাজাতে চায়, তাই খুব ভালো করে বাজানো শিখছে, অথচ তার মেয়ের বয়স হলো মাত্র তিন বছর!! How Sweet!! লোকটার চেহারাটা একটু হাস্যকর, তবে তার মেয়ের প্রতি তার ভালোবাসা কতোটা অকৃত্তিম , সেটা ভিডিওটা দেখলেই বোঝা যাবে।

Click this Link পরেরটা ইলেক্ট্রিক গীটারে বাজানো রক ভার্সন। এটা কিছুটা ইমপ্রোভাইজ করা, কিন্তু মূল সুর ঠিক আছে। কোন এক জাপানীজ নাকি কোরিয়ান (ব্যাটারা মিউজিকে আসলেই জিনিয়াস) নাম Jerry-C , সে এটার রক ভার্সন বানিয়েছে। আনবিলিভেবল প্লেয়িং ক্যাপাবিলিটি !ক্যানন রক আমি একজন গীটার ফ্যাসিবাদী(!), তাই আর কোন ইন্সট্রুমেন্টের করা Canon in D-র লিংক দিলাম না। ভাল লাগলে অন্যগুলো নিজ দায়িত্বে শুনে নিয়েন।

বিশেষ করে ভায়োলিনেরটা খুবি চমৎকার। গানটা শুনে অনির্বচনীয় আ্নন্দে ভরে ঊঠুক সবার হৃদয়, এই কামনাই করছি পরিশিষ্টঃ যে জিনিস শিখতে গিয়ে এতো ভাল একটা মিউজিক্যাল পিসের সন্ধান পেলাম সেই গীটার শেখার কোন কূলকিনারা করতে পারলাম না আজ পর্যন্ত বহু সাধনার দরকার। স্টুপিড পড়ালেখা, Facebook, Somewhereinblog সে সময় দিচ্ছে না! তাই আপাতত তারে ব্যাগ বন্দী করে রেখেছি। এবার ফাইনাল পরীক্ষার পরে ভাবতেসি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে, অফলাইন হয়ে, খালি ওটার পিছেই লেগে থাকবো। ধরা না দিয়ে যাবে কোথায়?? সবাই দোয়া রাইখেন
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।