আমাদের কথা খুঁজে নিন

   

এমনিই বয়ে যাওয়া

সাধারণত আগে একটা লিরিক লেখা হয়, তারপর তাতে সুর দেয়া হয়। আজকাল অনেকে সুরটা আগে করে নিয়ে তাতে একটা লিরিক বসিয়ে নেন। আবার কেউ গান লিখতে লিখতে তাতে সুর দেন, বা মনে মনে সুর ভাঁজতে ভাঁজতে তাতে কথা সাজাতে থাকেন। ... আমি এই সর্ব উপায়েই গান লিখি, মানে লিখতে বাধ্য

আমারও নেই ঘর আছে ঘরের দিকে যাওয়া তোমার চোখে চেয়ে এমনিই বয়ে যাওয়া ।। আকাশ অনেক দূর রোদটা কাছাকাছি মেঘের ছায়া চোখে স্বপ্ন মিছেমিছি স্বপ্ন জ্বলে চোখে বিষাদ পোড়া ধোঁয়া তোমায় দেখে তাই এমনই বয়ে যাওয়া ।। অগ্নিতৃষা বুকে পাঁজর জ্বলে ছাই চাইলে তোমার চোখে আমার আমি নাই আমার খোঁজে যত তোমার পানে ধাওয়া তোমার চোখে চেয়ে এমনিই বয়ে যাওয়া ।। (অ্যালবাম: ফেসবুক প্রেম সুর: মনোয়ার হোসেন টুটুল কণ্ঠ: বোরহান আহমেদ ব্রিহান)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.