আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা একাডেমীর ওয়েবসাইটে বানান ভুল ও অসঙ্গতি

"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায়

বাংলা একাডেমীর ওয়েবসাইটে বানান ভুল ও অসঙ্গতি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে বাংলা একাডেমীর নিজস্ব ওয়েবসাইটে বাংলা শব্দের বানানে ভুল ও তথ্যগত বিকৃতি সংক্রান্ত একটি খবর পড়লাম। খবরটি পড়ে ভীষণ মর্মাহত হলাম। প্রকাশিত খরবে জানা যায়, ওয়েব সাইটটিতে "অমর একুশে গ্রন্থমেলা" শিরোনামে গ্রন্থমেলার পরিচয় তুলে ধরতে গিয়ে একটি বাক্যে লেখা হয়েছে। । "স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে গঠিত বৃহত্তর বাংলা একাডেমীর কর্মকাণ্ড তারই একটি প্রামাণ্য নিদর্শন অমর একুশে গ্রন্থমেলার আয়োজন"।

বাক্যটি যে যথার্থ নয় তা বলাই বাহুল্য। এছাড়া "বাংলা একাডেমীর বিভিন্ন প্রকল্প" শীর্ষক শিরোনামের "মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে অবকাঠামোগত সুবিধা" শীর্ষক উপ-শিরোনামের দ্বিতীয় অনুচ্ছেদে লেখা হয়েছে। । "একই সঙ্গে মাজারে শ্বেত পাথরের কাজ সৌন্দর্য এবং প্রবিত্রতা সুনিশ্চিত করেছে। " প্রিয় পাঠক, কোনো একটি মাজারে শ্বেতপাথর দিয়ে কাজ করলে সে মাজারের সৌন্দর্য বৃদ্ধি পায় তা জানি, কিন্তু তা কিভাবে মাজারের পবিত্রতা সুনিশ্চিত করে সেটা বোধগম্য নয়।

কেবল বাক্যই নয় "গবেষণা" বানানটিকে "গবেষনা" এবং "ষান্মাসিক" বানানটিকে "ষান্মাষিক" বানানে লেখা হয়েছে। এরূপ আরও অনেক বানানে ভুল ও অসঙ্গতি রয়েছে। যা হোক, যত তাড়াতাড়ি সম্ভব ভুলগুলো শুধরিয়ে বাংলা একাডেমী কর্তৃপক্ষ পরিশুদ্ধ বানানে এবং সঠিক তথ্য সমৃদ্ধ করে তাদের নিজস্ব ওয়েবসাইটটি হালনাগাদ করার উদ্যোগ নেবেন বলে আশা করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.