আমাদের কথা খুঁজে নিন

   

গতরাতে লেখা দুটি কবিতা-- মোজাফফর হোসেন



গতরাতে লেখা দুটি কবিতা মোজাফফর হোসেন মেয়েটি মেয়েটি কাশফুল হতে চেয়েছিল রসুনের শাড়ী পরে ভেসে যেতে চেয়েছিল মেঘের দেশে। মেয়েটি কবিতা হতে চেয়েছিল রঙধনু হয়ে গেঁথে যেতে চেয়েছিল বৃষ্টির ফোটায়। মেয়েটি ঝড় হতে চেয়েছিল বৃক্ষ শাখায় শাখায় ছন্দে ছন্দে নেচে নেচে গেয়ে গেয়ে। মেয়েটি নদী হতে চেয়েছিল। হতে চেয়েছিল ঘাসফড়িং ।

দূর্বা ঘাসে লাফিয়ে লাফিয়ে বৃষ্টি ছুঁতে চেয়েছিল। মেয়েটি শেষ পর্যন্ত কারও ঘরনী হয়েছে, মা হয়েছে, পেয়েছে মাথার ওপর মস- বড় সাদ। এখন সে রান্নাঘরের ছিদ্র দিয়ে মেঘেদের ছুটোছুটি দেখে;- সারি সারি উড়ে যায় সাদা বক- ঠিকানাহীন, বহুদূর। চুলার আগুনে চোখ বন্ধ হয়ে আসে মেয়েটির ধুয়ায় বন্ধ হয়ে যায় আকাশ দেখার শেষ পথটিও। চোখ গড়িয়ে ফোটায় ফোটায় ঝড়ে পড়ে অশ্রু মেয়েটি একদা নদী হতে চেয়েছিল! মানুষ একজন : মানুষ কবিতা লেখে গান করে পাখির সুরে অন্যজন: মানুষ খাবলে-খুবলে খায় হায়েনার মত চিৎকার করে।

একজন: মানুষ ভালোবাসে ভালোবেসে উজাড় করে দেয় অন্যজন: মানুষ ঘৃণা করে ঘৃণা করে খুন করে। একজন: মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখে সুখ পায় অন্যজন: মানুষ স্বপ্নভাঙ্গে স্বপ্নের গলা টিপে ধরে আনন্দ পায়। একজন: মানুষ বৃষ্টি হতে চায় সুখের বন্যায় ভেসে যেতে চায় অন্যজন: মানুষ শাষক হতে চায় ক্ষমতার বলে পূর্ণ হতে চায়। একজন: মানুষ জন্ম দেয় সৃষ্টি করে সুখ পায় অন্যজন: মানুষ ধ্বংশ করে গুড়িয়ে দিয়ে উল্লাস করে। একজন: মানুষ...! অন্যজন: অমানুষ...!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.