আমাদের কথা খুঁজে নিন

   

ব্লাইন্ডে 29 - 29 এর Rules and Regulations এ 30 তম পাতা

অলসতা আমাকে পেয়ে বসেছে

বিদেশ বিভুঁইয়ে অফিসের পর কোন কাজ না পেয়ে আমাদের নৈমিত্তিক অভ্যাসে দাঁড়িয়ে গেল 29 খেলে সময় কাটানো। খেলার সময় কত রকম অবস্থা যে আসতে থাকলো, তা সমাধান করতে আমাদের 29 এর Rules and Regulations এর 29 টি পাতার রেফারেন্স বারবার টানতে হচ্ছিলো। যেমন - সেভেন্থ কার্ড রঙ করলে যদি একটা মাত্র রঙ পড়ে তাহলে রেফারেন্স হল - "29 এর Rules and Regulations এর প্রথম পাতার প্রথম লাইনে লেখা আছে রঙ কার্ড না পড়িলে খেলা হইবে না"!!!! 29 খেলায় রিডাবলের পর সিংগেল লাইন খেলা যাবে কি যাবেনা, তা নিয়ে বন্ধুদের মাঝে একদিন তুমুল বাক বিতন্ডা! সিঙ্গেল লাইনের পক্ষের যুক্তি - ভাল কার্ড পড়লে যেকোনো সময় সিঙ্গেল খেলতে পারার কথা। অপরদিকে রিডাবলের পক্ষে যুক্তি - সিঙ্গেল লাইনের চেয়ে রিডাবলে বেশি পয়েন্টের ব্যবধান হয়, তাই নিশ্চিত পরাজয় জেনে কেউ ব্যবধান কম রাখতে সিঙ্গেল খেলে রিডাবলের খেলা নষ্ট করতে পারে, সো রিডাবলের পর সিঙ্গেল খেলা যাবে না। কিন্তু 29 এর Rules and Regulations এর 29 তম পাতা শেষ করেও এর সুরাহা করা না গেলেও নীতিগত সিদ্ধান্ত হল - রিডাবলের পরে সিঙ্গেল লাইন খেলা যাবেনা, সাথে আরেকটা ডায়ালগ জনপ্রিয়তা পেল - "আমগো এলাকায় এইডাই নিয়ম" যা হোক, সেদিনই প্রথম আমরা আবিষ্কার করলাম 29 এর Rules and Regulations এ 30 তম পাতা যোগ করা অতিব জরুরী প্রতিদিন একি ভাবে খেলাটি খেলতে খেলতে বিরক্তিকর হয়ে যাচ্ছিল আর একদিন হারতে হারতে ফখরুল ভাইয়ের মেজাজ চরম খারাপ হওয়াতে ব্লাইন্ডে ডাকতে ডাকতে ডেকে ফেললেন 24! ধরাও খেলেন কিন্তু দানটা খেলার পর ফখরুল ভাই বল্লো - "হারা জিতা বড় কথা না, মজা নিয়া নিসি! 29 এ জুয়ার মজা পাইলাম, টাকাও লাগলো না আবার মজাও নিয়া নিলাম!" - পুরা হিট। সবাই এখন মজা নিতে চায় , সবাই ব্লাইন্ডে ডাকি, যে কার্ড দেখবে তার ডাকার অধিকার হরন করা হল বোনাস হিসাবে গালাগালি "Ego"র ডাক ডাকতে ডাকতে জীবন ভাই ডেকে বসলো 28 - marriage ছাড়া সর্বোচ্চ ডাক - কিন্তু আশ্চর্য্যের ব্যপার হলো সেই খেলা তিনি তুলে ফেললেন!!! একটু পরেই ব্লাইন্ডে 26 এ সেট ডাবল ডেকে সেট দিয়ে দিলেন শেষ খবরঃ ব্লাইন্ডে 29 খেলতে গিয়ে হাতে রঙ না পড়লে যেকোনো অবস্থাতেই খেলাটা বাদ, ব্লাইন্ডের ডাকে পয়েন্ট হবে নরমালের দ্বিগুন, ব্লাইন্ডের খেলায় কেউ দেখে ডাকলে তাকে গালাগালি ইত্যাদি গুরুত্ত্বপূর্ণ বিষয় নিয়ে 29 এর Rules and Regulations এ 30 তম পাতাটি এখন পর্যালোচনা করা হচ্ছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.