আমাদের কথা খুঁজে নিন

   

শুভ্রলতা তোমাকে নিয়ে লিখেছি

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

আমার শুভ্রলতা, স্মৃতির সমাধির বিশাল প্রান্তরে আবারো ফিরে আসা চোখ মেলে শুধু চেয়ে দেখা তোমার চিনানো পথটাকে। আমি হাঁটছি সেই পথ ধরে। একা। আমি হাঁটছি উদ্দেশ্যহীন,অজানা গন্তব্যের দিকে।

যখন তুমি ছিলে তখন ও কোন গন্তব্য ছিল না,আজ ও নেই। তবুও হাঁটছি গন্তব্যহীন পথে। আচ্ছা,তোমার কি কখনো মনে পড়ে আমাদের ঐ এলোমেলো উদ্দেশ্যহীন হেটে বেড়ানোর দিন গুলোর কথা? এই মুহু্র্তে মনে মনে বৃষ্টির জন্য প্রার্থনা করছি। মনে পড়ে তোমার,আমাদের প্রথম দেখার দিন সে যে কি ঝুম বৃষ্টি নেমেছিল। আর আমরা দুজন যে সারাটা পথ বৃষ্টি তে ভিজেছিলাম।

না...আজ বোধহয় বৃষ্টি নামবে না,হয়েতো তুমি নেই বলে। নিঃসঙ্গ আমি আজ তাই তোমার শূন্য পদচ্ছাপ খুঁজে বেড়াই আমাদের হেটে যাওয়া পথকে অনুসরণ করে। আমরা যে বিলের ধারে বসতাম,জানো লাল শাপলা গুলো এখনো ফুটে ঐ খানে স্বমহিমায়। তুমি না একদিন বায়না ধরেছিলে তোমায় শাপলা এনে দিতে হবে। ঐ যে "আদুরী"নামের মেয়েটা,মনে আছে?যে কিনা তোমার জন্য এক মুঠো শাপলা দিয়েছিল।

চলার পথে আদুরী কে আজ আবার পেলাম। আমায় দেখে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে "আফা কই?"আমার দিক থেকে কোন উত্তর না পেয়ে আবারো বলে উঠে,"কননা আফা কই?শাপলা উঠলে কইলাম আফারে আনবেন। "এই টুকু বলে আবারো সে ছুটে চলে যায় তার খেলার সাথিদের কাছে। আমি চেয়ে তার চলে যাওয়ার দিকে,অনেকটা তোমার চলে যাওয়ার সময়কার মত করে। মনে আছে তোমার,আমরা যে পুরনো মন্দিরের বারান্দায় বসতাম প্রতিনিয়ত।

লাল ইটের বাধানো ঐ মন্দির টা কে বলতে তোমার সিঁদুর রঙে রাঙা। আমি এখনো আসি এই খানে,হয়েতো আমার বোবা কান্নার প্রতিধ্বনি শোনার আশায়। মন্দিরের রাস্তাটা বারবার ভুলে যেতাম বলে তুমি যে কি শাসন করতে,এখনো তা চোখে ভাসে। ধুলো সরিয়ে বসি মন্দিরের বারান্দায়,চেয়ে দেখি সেই সবুজের আহ্বান এখনো অমলিন। ঘুরে ফিরে তাই বারবার তাকাই আকাশ টার দিকে।

শরতের এই সময় টাতে অদ্ভুত সুন্দর লাগছে আকাশ টা কে। মন্দিরের বা দিকে যে কৃষ্ণচূড়া গাছ টা আছে,তুমি না বলেছিলে থাকবে না?মনে হচ্ছে আজ ও সে তোমার সেই কথার প্রতিবাদ করছে তার অস্তিত্বের জানান দিয়ে। আমাদের সেই সময় গুলো কি কল্পনা নাকি বাস্তব ছিল তার উত্তর খুঁজে ফিরি এখনো। মাঝে মাঝে ভাবি তোমার ঐ বৃষ্টির শুভ্রতায় হারিয়ে যাওয়া দুঃস্বপ্ন নাকি সত্যি। তোমার সন্মহনে তাই বারবার ফিরে আসি এই বৃত্তের কেন্দ্রে।

এসে দেখি সব ই ঠিক আছে শুধু পাল্টে গেছে বিধাতার নাটকের অঙ্ক। তবুও হাঁটছি তোমার সাজানো দৃশ্যপটে,হাঁটছি গন্তব্যহীন ভাবে,চেয়ে শুধু দেখি রাস্তার দু পাশে আমার ঘুনে খাওয়া স্মৃতির সমাধি। চলতে চলতে নিস্প্রান স্মৃতি গুলো কে ইচ্ছে করে আলতো করে ছুঁয়ে দেখি। সূর্যের নীচে দাঁড়িয়ে আমি এখনো তোমার ই অপেক্ষায়,এই আশা নিয়ে হয়েতো একদিন আমরা দুজনই ছুঁয়ে দেখবো তাদের। তোমার কল্প মানব


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।