আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড

তথ্য-প্রযুক্তির এই বিশাল বিস্তৃতিতে মানুষ যে শুধু সুবিধাই ভোগ করছে তা কিন্তু নয়। নানা সময়ে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীনও হচ্ছে। তার মানে এই নয় যে, সমস্যাগুলোকে এড়িয়ে চলতে হবে। এ জন্য অবশ্যই মোকাবিলা করারও সুযোগ আছে। ইন্টারনেট ব্যবহারের সময় ফায়ারফঙ্ েকোনো ওয়েবসাইটে লগইন করার সময় পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য ব্যবহারকারীর কাছে অনুমতি চায়।

ফায়ারফঙ্ েপাসওয়ার্ড সেভ করে রাখলে পরবর্তী সময়ে ওই ওয়েবসাইটে লগইন করার সময় নতুন করে পুনরায় পাসওয়ার্ড লিখতে হয় না। ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে নিজেই পাসওয়ার্ডের ঘরে সঠিক পাসওয়ার্ড বসিয়ে দেয়। তবে সমস্যা হলো ওই কম্পিউটারে পরবর্তী সময়ে যে কেউ সেই পাসওয়ার্ড জেনে নিতে পারে। তাহলে আর লাভ হলো কী? হ্যাঁ, লাভ আছে। এতে লোকসানের আশঙ্কা একটু কম।

এ জন্য অবশ্য ব্রাউজারে একটি মাস্টার পাসওয়ার্ড ব্যবহারেরও সুযোগ রয়েছে। এ মাস্টার পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ তা দেখার সুযোগ পাবেন না। ফায়ারফঙ্ েনিজের সেভ করে রাখা পাসওয়ার্ডকে নিরাপদ রাখার জন্যই প্রথমে একটি মাস্টার পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এ জন্য প্রথমে ফায়ারফঙ্রে টুলস থেকে ঙঢ়ঃরড়হং-এ যেতে হবে। এবার ঝবপঁৎরঃু ট্যাবে ক্লিক করতে হবে।

নিচের দিকে টংব ধ সধংঃবৎ ঢ়ধংংড়িৎফ-এ ক্লিক করতে হবে। পপআপ হিসেবে নতুন একটি পেইজ আসবে। সেখানে পাসওয়ার্ড লিখে ড়শ বাটনে ক্লিক করতে হবে। তাহলে অন্য কেউ ওই পাসওয়ার্ড ছাড়া ব্রাউজারে সেভ করা অন্য কোনো পাসওয়ার্ড দেখতে পারবেন না। ব্রাউজারে সেভ করে রাখা পাসওয়ার্ডগুলো দেখার জন্য ঝবপঁৎরঃু ট্যাব থেকে ঠরব িংধাবফ ঢ়ধংংড়িৎফ-এ ক্লিক করতে হবে।

পাসওয়ার্ড দেখার জন্য অবশ্যই মাস্টার পাসওয়ার্ডটি আগে লিখতে হবে। যে কেউ চাইলেই আপনার পাসওয়ার্ড বদলে দিতে পারবে না। কারণ এ মাস্টার পাসওয়ার্ডটি ছাড়া পাসওয়ার্ড দেখা বা মুছে ফেলা যাবে না।

মাস্টার পাসওয়ার্ড ভুলে গেলে : ফায়ারফঙ্রে মাস্টার পাসওয়ার্ড ব্যবহারের পর কোনো কারণে সেটি ভুলে গেলে বা অন্য কেউ মাস্টার পাসওয়ার্ড সেট করে দিলে তখন ব্যবহারকারীদের বেশ ভুগতে হয়। মুখোমুখি হতে হয় অনেক ঝামেলার।

পড়তে হয় বিব্রতকর অবস্থায়। এ অবস্থায় পাসওয়ার্ডটি উদ্ধার করতে না পারলেও সে মুছে ফেলতে পারেন। কারণ নিরাপত্তার স্বার্থে এরকমটা করা উচিত। এজন্য প্রথমে পযৎড়সব:// ঢ়রঢ়ঢ়শর/ পড়হঃবহঃ /ৎবংবঃঢ়ধংং ড়িৎফ.ীঁষ প্রবেশ করুন। রিসেট পাসওয়ার্ড পেইজ আসবে।

এখানে নিচের দিকে জবংবঃ-এ বাটনে ক্লিক করুন। তাহলে

নতুন ইনস্টল করা ফায়ারফঙ্রে মতো

মাস্টার পাসওয়ার্ড খালি হয়ে যাবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।