আমাদের কথা খুঁজে নিন

   

হিলারীকে দেওয়া বাবরের সিলভার রিকশা এখন নিলামে - মাত্র ৩০০ ডলার


ওয়াশিংটন ডিসির বাঙ্গালীদের মেইল গ্রুপের মাধ্যমে পরিবেশিত বিজ্ঞপ্তিতে জানতে পারলাম যে একটি "সিলভার রিকশা" নিলামে বিক্রয় করা হচ্ছে। একটু বিস্তারিত পড়তেই জানতে পারলাম যে একটি ছোট্ট সাইজের মডেল রিকশা, যা পুরোপুরি রুপা দিয়ে বানানো তা এখন নিলামে বিক্রয় করা হবে আর তার সর্বনিন্ম মূল্য হচ্ছে ৩০০ ডলার (ছবিতে দেখুন সিলভার রিকশাটি)। হোক না এটি সিলভার, তবে এর দাম ৩০০ ডলার কেন? একটু পড়ার পরেই জানতে পারলাম এই সিলভার রিকশাটি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর জামান বাবর তৎকালীন নিউইয়র্কের সিনেটর হিলারী ক্লিনটনকে উপহার দিয়েছিলেন। প্রশ্ন হলো এটি তাহলে এখন ওয়াশিংটন ডিসির বাঙ্গালী সংগঠনে কেমন করে এলো আর নিলামেই বা কেন মাত্র ৩০০ ডলার দিয়ে বিক্রি হচ্ছে? কারণ হলো সিনেটর কিউরেটর এ উপহারটি আর হয়ত রাখার উপযোগ্য মনে করেননি। আর তাই কিউরেটর এটি ওয়াশিংটন ডিসির বাঙ্গালী সংগঠনকে 'ডোনেইট করেন। আর বাঙ্গালী সংগঠন এখন সেটি নিলামে ৩০০ ডলার দিয়ে বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। অতএব সহজ কথায় বলা যায় হিলারীকে দেওয়া বাবরের সিলভার রিকশা এখন ৩০০ ডলারে যে কেই কিনে নিতে পারেন। :-) বিস্তারিত তথ্যের জন্য এ লিংকটিতে ক্লিক করতে পারেন - Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।