আমাদের কথা খুঁজে নিন

   

অন্যায়ভাবে গ্রেফতারকৃত রাবি সভাপতি ও সাধারণ সম্পাদককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির নৈরাজ্যকর, ধবংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ ও রাবি শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মু. মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মু. নূর-এ-ফেরদৌস-এর মুক্তির দাবিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। বিােভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দীন বলেন, এদেশবাসী জানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও অস্ত্রের রাজনীতি করে না তারা দেশের ছাত্রসমাজকে ইসলামী আদর্শের প্রতি উদ্বুদ্ধ করে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ন্যাক্কারজনক ঘটনায় জাতি আজ স্তব্ধ। নগর সভাপতি অবিলম্বে এসকল ছাত্র লীগ-শিবির সন্ত্রাসীদের গ্রেফতার এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মেধাবী ছাত্র নেতাদের মুক্তির দাবি জানান। কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে বারী মাসউদ বলেন, যে সরকার দেশের ভবিষ্যত কর্ণধারদের ধ্বংসের হাত থেকে রা করতে পারে না তাদের মতায় থাকার কোনো অধিকার নেই।

তিনি অন্যায়ভাবে গ্রেফতারকৃত রাবি সভাপতি ও সাধারণ সম্পাদকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন। কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে বারী মাসউদ আরো বলেন, বর্তমান আওয়ামী সরকার মতা গ্রহণের পর থেকেই ছাত্রলীগ দেশের শিাঙ্গনগুলোতে দখলদারিত্বের রাজনীতি কায়েম করছে। ছাত্রলীগের তাণ্ডবলীলার কারণে দেশের শিাঙ্গনগুলোতে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সাধারণ শিার্থীদের জানমালের নিরাপত্তা আজ হুমকীর সম্মুখীন। এরই ধারাবাহিকতায় গতরাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে ২জন শিার্থী অকালে মৃত্যুমূখে পতিত হয়।

সংঘর্ষের সময় পুলিশ নীরব ভূমিকা পালন করলেও সংঘর্ষের পরপরই পুলিশ ঢালাওভাবে নিরপরাধ শিার্থীদের গ্রেফতার করে। এর মধ্যে পুলিশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাবি শাখা সভাপতি মু. মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মু. নূর-এ- ফেরদৌসকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এটি দিবালোকের ন্যায় স্পষ্ট যে, ইশা ছাত্র আন্দোলন কোনোভাবেই এ সংঘর্ষের সাথে জড়িত নয় এবং ইশা ছাত্র আন্দোলন এহেন দখলদারিত্বের রাজনীতেকে কখনোই সমর্থন করে না। কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে বারী মাসউদ অবিলম্বে রাবি সভাপতি ও সাধারণ সম্পাদকের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সেই সাথে প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

অন্যথায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ছাত্র-জনতাকে সাথে নিয়ে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলবে। বিােভ মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ কেন্দ্রীয় সহ-সভাপতি মু. বরকত উল্লাহ লতিফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ উল্লাহ ফাহাদ, প্রশিণ সম্পাদক মু. মাঈনুদ্দীন জাহাঙ্গীর প্রমুখ নেতৃবৃন্দ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।