আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)
১.
পথিক: কী ব্যাপার, গতকাল দেখলাম একটা থালা নিয়ে ভিক্ষা করছ, আর আজ দুটো থালা দেখছি যে!
ভিক্ষুক: কী করব স্যার। আপনাদের দোয়ায় টাকা-পয়সা ভালোই পাচ্ছি।
তাই আর একটা ব্রান্ঞ খুলেছি।
২.
কোরবানির পশু ক্রয় করতে গিয়ে....
ক্রেতা: তোমার গরুর বয়স কি কোরবানির জন্য উপযোগী?
বিক্রেতা: এই দেখেন গরুর জন্মনিবন্ধন সার্টিফিকেট।
৩.
এক গরীব দেশের তথ্য মন্ত্রীর স্ত্রী গেলেন স্বর্গে ভিজিট করতে। তিনি দেখলেন স্বর্গের একটা বিশাল হল রুমে লক্ষ লক্ষ ঘড়ি।
= এত ঘড়ি কেন? জানতে চাইলেন তিনি
= এগুলি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একটা করে ঘড়ি।
= কেন?
= এটা আসলে মিথ্যা নির্ণায়ক ঘড়ি। পৃথিবীর মানুষ যখন একটা মিথ্যা বলে তখন এর কাটা ১০ মিনিট এগিয়ে যায়।
= বাহ্ ভাল সিস্টেমতো! আচ্ছা আমার স্বামীর ঘড়িটা কোথায়?
= ওটাতো এখানে নেই।
= ওটা কোথায়?
= ওটা আমাদের চীফের টেবিলে টেবিল ফ্যান হিসেবে ব্যাবহার হচ্ছে!
(সংগৃহীত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।