আমাদের কথা খুঁজে নিন

   

বিজলি বনাম ডিজিটাল টাইম

মননশীল,

সামহোয়্যারের নতুন সদস্য আমি। নিয়ম অনুযায়ী আগে ব্লগ লিখতে হবে। প্রথম দিন দুই লাইন শেষ করলাম। তারপর কুট। মানে বিজলি নাই।

দ্বিতীয় দিন নতুন উদ্যমে শুরু করলাম। চলছে----------চলেছে। এক সময় কুট। তৃতীয় বার চেষ্টা চালালাম। না বল চলে গেল মাঠের বাইরে।

এখনও শীত যায়নি। তাতেই এ অবস্থা। গরমে কি হবে ভাবলে ভয় হয়। আমাদের এখানে নিয়মিত লোডশেডিং হয়। শীত-গরম নাই।

এসি, ফ্যান, আইপিএস শীতে বন্ধই আছে। তাতেই এ অবস্থা। গরমে কি হবে ভাবুন। আর তিন মাস পর শুরু হবে ডিজিটাল টাইম। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে।

মানে এক ঘন্টা আর কি। বাচ্চা আর পতিদেব আগে আগে গন্তব্যে (অফিস এন্ড বিদ্যালয়) চলে গেলে পত্নীগণ কি করবে জানেন। গ্যাস নাই রান্না নাই, কারেন্ট নাই, টিভি নাই। গৃহিনী তখন জানালায় দাড়িয়ে পাশের বাড়ির মহিলার সাথে গল্প করবেন। 'কালকে " বিদায়" দেখেছেন?' অন্য জন বলবেন, ' কারেন্ট ছিল না.......।

আপনার তো আইপিএস আছে। ' গৃহিনী বলবেন, 'তখন তো আমি রান্না করছিলাম । সারাদিন পর রাতে গ্যাস আসছে। ' এরপর তারা রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করবে। 'এই সরকার আমাদের ..................।

'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।