আমাদের কথা খুঁজে নিন

   

আবুবকরের খুনীদের বিচার দাবিতে উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস:ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি অব্যাহত:স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ



মেধাবী ছাত্র আবুবকরের হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকালও আবুবকরে খুনীদের বিচার,ভিসি ও প্যক্টরের পদত্যাগের দাবিতে শহীদমিনারে মানব বন্ধন করেছে সাধারণ শিার্থীরা। একই দাবিতে নির্যাতন বিরোধী শিার্থীরাও মানব বন্ধন করে। এদিকে আবুবকরের মৃত্য নিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কুশপুত্তলিকা দাহ করেছে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। গতকাল বেলা ১২ টায় সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য আবুবকরের হত্যাকান্ডের প্রতিবাদে মধুর ক্যান্টিন থেকে বিােভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদণি করে ।

বিােভ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে। সমাবেশ স্থলে তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করে। এসময় পুলিশ বাধা প্রদান করে। এসময়ে পুলিশের সাথে কুশপত্তলিকা নিয়ে টানা হেচড়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ কুশপুত্তলিকার কিছু অংশ ছিনিয়ে নেয়।

আবার নতুন করে বিুব্দ ছাত্ররা দাহ করে। সমাবেশে তারা অবিলম্বে খুনি পুলিশ ও সন্ত্রাসীদের মদদদাতা প্রক্টরের অপসরনের দাবি জানান। তারা আরো দাবি জানান দায়িত্বহীন ব্ক্তব্যের জন্য ছাত্র গণবিরোধী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের । রমনা জোনের এডিসি নুরুল ইসলাম বলেন,ছাত্রের মৃত্যতে সহপাঠীদের ােভ থাকাই স্বাভাবিক, তবে আইন বিরোধী কোন কর্মকান্ড প্রশাসন করতে দিতে পারেনা। স্বরাষ্ট্রমন্ত্রীর কযুশপুত্তলিকা দাহ তার পদমর্যাদার অপমানের শামিল,যা বেআইনি।

তিনি আরো বলেন,আমরা মিছিল সমাবেশ ও অন্যান্যভাবে করা প্রতিবাদের বাধা দিচ্ছি না। পুলিশের এরূপ আচরনে ুব্ধ সম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য নেতা মোস্তফা মাহবুব রাসেল এই সময় বলেন , পুলিশের আচরনের মধ্য দিয়ে সরকারের অগণতান্ত্রিক চরিত্রটি জাতীর কাছে আবার পরিষ্কার হয়েছে । এদিকে নির্যাতন বিরোধী ছাত্রছাত্রী বৃন্দ আবুবকরের হত্যার সুষ্ঠু তদ্ত ও ব্যর্থ প্রক্টরের অপসরনসহ পাচ দফা দাবিতে সকাল১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানব বন্ধন করে। এদিকে দুপুর সাড়ে ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে বিােভ-সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। সমাবেশে বক্তব্য রাখে ফখরুদ্দিন কবির আতিক, মানবেন্দ্র দেব, বিপ্লব মন্ডল, আরিফুর ইসলামসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা শিা প্রতিষ্ঠানে ছাত্রলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তিবাণিজ্য বন্ধের দাবি জানান। ঢাবি শিার্থী আবু বকরের হত্যাকারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান। সমাবেশে নেতৃবৃন্দ এফ রহমান হলে সংঘর্ষের সময় ব্যর্থ ভূমিকা রাখায় প্রক্টর কেএম সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও বকর হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানায়। উল্লেখ্য,গত ১ফেব্র“য়ারী বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্র“পে সংঘর্ষে আবুবকরসহ ২৫ ছাত্র আহত হয়।

পরে ৩ফেব্র“য়রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.