আমাদের কথা খুঁজে নিন

   

হামীম কামরুল হকের বই-গোপনীয়তার মালিকানা।

কতো কী করার আছে বাকি..................

আরিয়ানা-মায়া-লিণ্ডা তাকে চেয়েছিল, কিন্তু সে এদের কারো কাছে নিজেকে খুঁজে পায়নি; আর যেখানে সে নিজেকে খুঁজে পায় বলে মনে করে- সেখান থেকে কেবলই দূরত্ব বাড়তে থাকে। তার শরীর ও মনকে সে-ই আচ্ছন্ন করে রাখে দিনরাত। যত দিন যায় ততই স্পষ্ট থেকে স্পষ্টতর হয়- তাকে যেভাবে পেতে চায়- সেভাবে কোনোদিন পাওয়া হবে না। তারপরও মুগ্ধতা কাটে না। কেন সে তাকে এমনভাবে টানে? জীবনের সবচেয়ে গোপন কথাগুলো ও কৃত্যগুলোর সূত্রসন্ধান তার কাছ থেকেই প্রথম পাওয়া হয়েছিল বলেই কি? অদৃশ্য সুতোর টানে সে বার বার ফিরে ফিরে আসে সেখানে; এসেই চলে যায় দূরে, চলে যেতে চায় আরো দূরে, কিন্তু কোনো দূরত্বই সেই টান থেকে তাকে রেহাই দেয় না।

তাহলে মুক্তি মিলবে কোথায়? কার কাছে? মানুষের মনের মহাজাগতিক একাকিত্বের গতি আছে, কিন্তু গন্তব্য আছে কি? গোপনীয়তার মালিকানা মায়া ও বাস্তবতার পাঁকচক্রে পড়া এক প্রেমের কাহিনী; একইসঙ্গে কয়েকটি মানুষের চূর্ণ-বিচূর্ণ জীবনেরও পাঠ । অনেক প্রশ্নের উত্তর মিলে যেতে পারে এই উপন্যাসে। আবার জন্মও নিতে পারে আরো অনেক প্রশ্নের। হামীম কামরুল হক: জন্ম ২২ জানুয়ারি ১৯৭৩। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।

এর আগে সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। পত্রপত্রিকায় লেখালেখি করছেন ১৯৯৭ সাল থেকে। তার চর্চা ও আগ্রহের বিষয়: মানুষ। প্রচ্ছদ: সব্যসাচী হাজরা আলোকচিত্র: মাসুদ আনন্দ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।