আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিরা বুড়ো হবার পর



বিকল্প বন্ধ্যাত্ব এসে ঢেকে দিচ্ছে অনূদিত আলোর আঙিনা। এখানে কোনোদিন কেউ পাহারাদার হিসেবে নিয়োজিত ছিল কি না,তা জানার জন্য আমরা হুইসেল বাজাই। একটা কালো বিড়াল এসে আমাদের সামনে দাঁড়ায়। বলা যায় , অনেকটা স্যালুট দেবার কায়দায় সামনে আসে একটা বানর। প্রাণীরাজ্যে মানুষের আগমনকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায় একঝাঁক দোয়েল।

আমরা সব ভুলে আকাশের দিকে তাকাই। মনে হয় তাকানোর কৌশল কোনোদিনই রপ্ত ছিল না। কখনও ই মেঘের দিকে প্রসারিত ছিল না আমাদের দৃষ্টির আয়তন। এই নগরে, কোনোদিনই আমরা দেখিনি মধু বৃষ্টির ফোটা। বৃষ্টিরা বুড়ো হবার পর আমরা তার হাত ধরতে শিখেছি ।

ছবি- আ্যরক কজাক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।