আমাদের কথা খুঁজে নিন

   

আ’ইশার (রঃ) সাথে রাসূলুল্লাহ (সঃ) এর বিয়ে প্রসঙ্গে

“আল্লাচালাইনা” আইডিওয়ালা জনৈক নাস্তিক রাসূলুল্লাহ (সঃ) কে শাব্দিক অর্থে ‘pedophile’ আখ্যা দিলেন মুক্তমনা সাইটের ‘কেনো ইসলামকে না বলবো’ শীর্ষক লেখায়ঃ ইসলামের দাবী হচ্ছে “ইতিহাসের অন্যতম কুখ্যাত সেক্স অফেন্ডার হযরত আল্লার প্রেরীত পুরুষ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। সে শিশুনির্যাতনের সাথে জড়িত ছিলো এবং সে এটা করে কোন অপরাধ করেনি। ” আমার জবাবঃ আ’ইশার (রঃ) সাথে রাসূলুল্লাহ (সঃ) এর বিয়ে প্রসঙ্গে মন্তব্যটি করেছেন নাস্তিক্যবাদী জ্ঞানীটি। মেয়েদের বিয়ের যথার্থ বয়স কী পন্ডিতমন্য? ১৮? (বৃটেনে Consensual sex আইনসিদ্ধ) ১৭? (ফ্রান্সে Consensual sex আইনসিদ্ধ) ১৬? (জার্মানীতে Consensual sex আইনসিদ্ধ) ১৪? (ইটালীতে Consensual sex আইনসিদ্ধ) না ১২ বছর? (নেদ্যারল্যান্ডে Consensual sex আইনসিদ্ধ) ১২ বছর বয়সী একটি মেয়ের সাথে যৌনকর্ম (Consensual sex) করা নেদ্যারল্যান্ডে বৈধ হলেও, অন্য দেশে সেটা শিশুনির্যাতনের আপরাধ। বোঝাই যাচ্ছে মেয়েদের যৌনকর্ম করার বৈধ বয়স নিয়ে বর্তমান বিশ্বের বিভিন্ন জাতির অবস্থান আলাদা।

কিন্তু ইসলাম কী বলে? এই ধর্ম বলে, যে মেয়েটি বয়ঃসন্ধিতে পৌছাল সে একজন নারীতে পরিনত হলো এবং ঐ ঘটনাটাই (বয়ঃসন্ধি) ঐ মেয়ের (বা নারীর) বৈধ যৌনকর্ম (তথা বিয়ের) বয়সযোগ্যতার প্রমান। আপনি কি জানেন রাসূলুল্লাহ (সঃ) এর যুগে আরবের মানুষের গড় আয়ু কত ছিল? গড় আয়ু ছিল ৩০-৩৫ বছর (তুলনামূলকভাবে রাসূলুল্লাহ [সঃ] দীর্ঘজীবি ছিলেন)। মানুষেরা পরিবার শুরু করত বয়ঃসন্ধি পেরোলেই। ১৭ বছর বয়সী একজন যুবক পারিবারিক-সামাজিক-রাজনৈতিক অনেক দায়িত্ব নিতেন। আর মেয়েরা ঘরকন্নার কাজে পারদর্শী হয়ে উঠতেন ৬-৭ বছর বয়সেই (যে কাজে আজকের যুগের ২৪-২৫ বছর বয়সী নারীরাও ক্ষেত্রবিশেষে অদক্ষ) ।

১৪০০ বছর আগের কোন মানুষের বিয়ের সিদ্ধান্তকে বৈধ/অবৈধ বিচার করবেন বর্তমান সময়ের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে! তাহলে তো আপনার যুক্তি পারিপার্শ্বিকতার অবিবেচনায় (inconsideration of context) অনুত্তীর্ন আশা করি ইতিহাসের বইপত্র উল্টাইয়া দেখিবেন। [সংকলিত] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.