আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃভাষায় ফেসবুক-এড়িয়ে যাবেন ন!!!!

এসব দেখি কানার হাট বাজার!!! ব্রিটিশ আমেরিকানদের কথা বাদ দিলাম। ফ্রেঞ্চ জার্মান ইতালিয়ান সবাই তাদের নিজস্ব ভাষায় ফেসবুক ব্যাবহার করে। অথচ একটা মজার ব্যাপার হোল তাদের নিজস্ব কোন বর্ণমালা নেই। আমার ইতালীয়ান খালাতো বোন(জন্মসূত্রে ইতালীয়) কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল। ও আমার একাউন্ট দেখে বলল এটা আবার কোন ভাষা? আমি অবাক! ইংরেজী ও চেনেনা! একটা জিনিস বুঝলাম তাদের মাতৃভাষার প্রতি ভালবাসা খাতা কলমে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে না।

ভালবাসাটা হাতে কলমে। ভালবাসাটা মগজে গেথে দেয়া। আমি ওকে জিজ্ঞেস করলাম তোমাদের জাতীয় সঙ্গীত বলতো। ও হাজার চেষ্টা করেও খুজে বের করতে পারল না। পরে সে তার একজন ইতালীয়(বংশগত) বন্ধুকে ফেসবুকে জিজ্ঞেস করল।

কিন্তু আশ্চর্য কথা হল ঐ বন্ধুটিও সেটা পারলো না!!! আমার মনে হয়নি এটা আসলে তাদের জাতির জন্য খুব অসুবিধার কিছু। কারন তারা খাওয়া থেকে শুরু করে মল ত্যাগ পর্যন্ত মাতৃভাষায় করছে। অন্য কোন ভাষা শুনলে তারা মনে করে এটা পৃথিবীর বাইরের কোন গ্রহের ভাষা। তাহলে তাদের জাতীয় সঙ্গীত না পারলেই বা কি আসে যায়!!!! আমরা অনেক সৌভাগ্যবান জাতি। পৃথিবীর অন্য কোন জাতি নিজের ভাষাকে রক্তের বিনিময়ে জয় করেনি যেটা আমাদের সালাম, রফিক, বরকতরা করে আমাদেরকে দিয়ে গেছেন।

হ্যা আমরা সেই গর্বিত জাতি। আমাদের নিজের ক, খ, গ নামে নিজস্ব স্বয়ংসম্পূর্ণ বর্ণমালা আছে। অনেক অনেক জায়গায় সেগুলো ব্যাবহারের সুযোগ থাকতেও আমরা করছিনা। যেমন আমাদের এই ফেসবুক। আপনি কি জানেন এটি আপনি চাইলে সম্পূর্ণ বাংলায় দেখতে পারবেন? জানি প্রথমে আপনার একটু কষ্ট হবে নিজেকে মানিয়ে নিতে।

কিন্তু একটা কথা ভাবেন, আমরা একটা বিদেশি ভাষায় এতদিন ফেসবুক ব্যাবহার করতে পারলে নিজের মায়ের ভাষায় কেন পারব না? এখন গ্রাম গঞ্জের অনেক মানুষ যারা বাংলাও ঠিক মত পড়তে পারে না তারাও ইংরেজীতে ফেসবুক চালায়। আপনি শিক্ষিত মানুষ হয়ে না পারার কোন কারন নেই। একটু কষ্ট করতে হবে এটা পেতে Account settings এ যেয়ে Language setting এ যান। সেখানে স্ক্রল করে নিচে নেমে বাংলা সিলেক্ট করুন। ব্যাস, আপনি এখন থেকে ফেসবুককে বাংলায় দেখতে পাবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।