আমাদের কথা খুঁজে নিন

   

পূরনো ঘর, ফুরনো ঘর, কুড়োন জন্জাল

মােঝ মােঝ অাকাশটা মাথার খুব কােছ নেমে অােস । িঠক বুিঝনা অাকাশ অামার অাপন হয়, নািক অামার পৃিথবী েছাট হয়ে যায়।

ইদানীং খুব কাঁদতে ইচ্ছে করে । শীতের দিনের ছিপছিপে বৃষ্টির মত লুকিয়ে চুরিয়ে কান্না নয় । ঘোর বর্ষায় ঝুম বৃষ্টির মত আমার দুই চোখে কূল ভাসানো কান্না ।

ঝম ঝম কান্না মুছে দিবে সামনের পৃথিবী, একা হয়ে যাব আমার পৃথিবীতে । ইদানীং খুব কষ্ট পেতে ইচ্ছে করে । দিন শেষে হিসেব না মেলার কষ্ট নয় । পাইনি পাইনি বলে দীর্ঘশ্বাসের কষ্ট নয় । মরুর বুকে দাঁড়িয়ে ঘিরে থাকা বালুর মত শুধু ধূ ধু কষ্ট ।

অথবা সাগরের বুকে অতল অসীম পানির মত গভীর থৈ থৈ কষ্ট । খুব ইচ্ছে করে কষ্ট পেতে । কষ্ট, আদ্যোপান্ত কষ্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.