আমাদের কথা খুঁজে নিন

   

আলর্বাট আইনস্টাইনরে মজার উক্তি

গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত
তত্ত্বগতভাবে, তত্ত্বীয় আর ব্যবহারিক দিকটা একই। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে তারা এক নয়। যখন কোন কোন লোক সুন্দরী মেয়ের সঙ্গে এক ঘণ্টা কাটায় তখন মনে হয় যেন এক মিনিট গেলো। কিন্তু সেই লোকটিকেই এক মিনিটের জন্যে গরম চুল্লির উপর বসিয়ে দিলে তার কাছে মনে হবে একঘণ্টারও বেশি সময় গেলো। এটিই আপেক্ষিক তত্ত্ব।

একটি টেবিল, চেয়ার, ফল ভরা পাত্র আর একটা বেহালা Ñ সুখী হওয়ার জন্য একটা মানুষের আর কী দরকার? কল্পনা জ্ঞানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বরের আগে আমরা সবাই সমান বুদ্ধিমান এবং সমান নির্বোধ ছিলাম। মানুষের প্রেমে পড়ার জন্যে মধ্যাকর্ষণ দায়ী নয়। ঘটনার সঙ্গে যদি তত্ত্ব না-মেলে তাহলে ঘটনাকে পাল্টাও। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো আয়কর বোঝা।

একমাত্র মূল্যবান জিনিস হলো প্রজ্ঞা। আমি কখনোই ভবিষ্যত নিয়ে ভাবিনি, এটা যথেষ্ট দ্রুত চলে আসে। অনেক সময় কেউ কেউ কিছু না পেয়েও সব কিছু দেয়। যে কখনো ভূল করেনি সে কখনো নতুন কোন কিছুর চেষ্টাও করেনি। সব কিছু যতোটা সম্ভব সরল করা উচিত, তবে একদম সরল নয়।

বিজ্ঞান খুব সুন্দর জিনিস যদি এর থেকে কাউকে উপার্জন করতে না হয়। দেখুন Ñ তারের টেলিগ্রাফ হলো একটা অনেক অনেক লম্বা বিড়ালের মতো। আপনি নিউ ইয়র্কে ওর লেজ ধরে টান দেবেন আর ও লস এঞ্জেলেসে মিউ মিউ করে উঠবে। আপনি কি এটা বুঝতে পেরেছেন? আর বেতারও ঠিক এইভাবেই কাজ করে। আপনি এইখানে বসে সিগনাল পাঠাচ্ছেন আর ওরা ওইখানে বসে সেটা গ্রহণ করছে।

শুধু একমাত্র পার্থক্যটা হলো, এখানে কোন বিড়ালই নেই। পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তারা কখনো বদলাবে না। নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে। স্বভাবতই তারা দুজনেই হতাশ হয়। তোমার অংকের সমস্যা নিয়ে দুঃশ্চিন্তা করো না, আমি নিশ্চয়তা দিচ্ছি আমার সমস্যা আরও অনেক বেশি।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.