আমাদের কথা খুঁজে নিন

   

ঠাকুরগাঁওয়ে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন

শানিত কর সংস্কৃতির চেতনায়

View this link ঢাকা নিউজ24ডট কম, ঠাকুরগাঁও (২ ফেব্রুয়ারি ২০১০) ঠাকুরগাঁও সদর উপজেলার দুই ইউপি চেয়ারম্যান গত ১ ফেব্রুয়ারি সোমবার উদ্বোধন করলেন একটি বাঁশের সাঁকো। যদিও গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে হরিনারায়ণপুর ও নারগুন দুই গ্রামের সংযোগস্থানে শুক নদীর উপর এই বাশেঁর সাকোঁ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। একটি ব্রিজের অভাবে এলাকার শতশত বাসিন্দাকে প্রায় ৫ কিলোমিটার রাস্তা ঘুরে চরম ভোগান্তি নিয়ে চলাচল করতে হতো। এখানে জনপ্রতিনিধি বা রাজনীতিবিদদের বারংবার প্রতিশ্রুতি পরেও ব্রিজ হয়নি। শেষে উপায়ান্তর না দেখে বাঁশের সাঁকো তৈরিতে নেমে পড়ে নিজেরাই। অনেক প্রতিক্ষার পর শেষে সোমবার জেলার হরিনারায়ণপুর ও নারগুন গ্রামের মানুষের চলাচলের জন্য দক্ষিণ গোবিন্দনগর লিচু বাগান এলাকায় শুক নদীর উপর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ১২০ হাত লম্বা একটি বাঁশের সাকোঁ। এই সাকোঁটি তৈরি করতে এলাকাবাসী কেউ দিয়েছেন স্বেচ্ছাশ্রম, কেউবা দিয়েছেন বাঁশসহ নানা প্রকার সহযোগিতা। গ্রামবাসীরা এক অপরের সহযোগিতা নিয়েই নির্মিত হয়েছে সাঁকোটি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.