আমাদের কথা খুঁজে নিন

   

ঠাকুরগাঁওয়ে আতঙ্কে রাত পার করছে মানুষ

পলাশ চৌধুরী। বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরী হাটে। লেখাপড়ার কারণে ঢাকায় থাকেন। শীতের ছুটিতে বাড়ি এসে অবরোধ-হরতালের কারণে ঢাকা ফিরতে পারছেন না। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে রাতে বাড়িতে থাকতে পারছেন না।

কারণ এলাকায় প্রতি রাতে অভিযান চালিয়ে গণগ্রেফতার করছে পুলিশ। শুধু পলাশ নয়, এলাকার কোনো পুরুষই রাতে বাড়ি থাকতে পারেন না গ্রেফতারের ভয়ে। পলাশ বলেন, অবরোধের কারণে না পারছি ঢাকায় যেতে, না পারছি বাড়িতে থাকতে। এভাবে কত দিন পালিয়ে বেড়াবো জানি না? আমাদের কি দোষ বলেন?

সদর উপজেলার ভেলাজান, মোলানী, চেৌধুরী হাট, গড়েয়া এবং খোঁচাবাড়ী এলাকায় কোন পুরুষই বাড়িতে থাকতে পারছেন না গ্রেফতার আতঙ্কে। এসব এলাকায় অভিযান চালিয়ে ইতোমধ্যে পুলিশ প্রায় ৯৮ জনকে গ্রেফতার করেছে।

অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এসব এলাকার অভিভাবকরা তাদের এসএসসি পরিক্ষার্থী ছেলেদের নিয়েও পড়েছেন মহাবিপাকে। পুলিশের ভয়ে তারা নিজ বাড়ি ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করছে পড়াশোনায় বিঘ্ন ঘটছে।

সদর উপজেলার সালন্দর চৌধুরী হাট এলাকার বৃদ্ধ শামছুল হক (৭০) বলেন, "বিএনপি-জাতীয়পার্টির ক্ষমতার আমল দেখেছি। এমনকি আরো একবার আওয়ামী লীগের ক্ষমতাও দেখেছি।

এবার ভোটের মধ্যে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে তুলকালাম কাণ্ড হয়েছে তা জীবনে দেখিনি। যাদের নামে মামলা রয়েছে, পুলিশ তাদের ধরুক। নিরীহ মানুষ, দোকানদার, রিকশা শ্রমিকরা কি দোষ করেছে?"

মোলানী গ্রামের গৃহবধু সাজেদা আকতার অভিযোগ করে বলেন, "আমার স্বামী দিন মজুরি করে সংসার চালায়। কিন্তু যৌথবাহিনী যেভাবে গ্রামে অভিযান চালাচ্ছে গ্রেফতারের ভয়ে সে পালিয়ে বেড়াচ্ছে। এভাবে ভয়ে পালিয়ে বেড়ালে সংসার কিভাবে চলবে জানি না?"

সদর উপজেলার দেহন এলাকার সামছুল আলম (৬৫) বলেন, "যৌথবাহিনী প্রতিদিন এলাকায় এসে ঘরে ঘরে অভিযান চালিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করছে।

"

অন্যদিকে, নির্বাচনের আগের রাতে সদর উপজেলার ভেলাজানে দুর্বৃত্তদের হামলায় সহকারী প্রিজাইডিং অফিসার জোবাইদুল হকের মৃত্যুর পর থেকে বিজিবি ওই স্থানে অস্থায়ী ক্যাম্প গড়ে তলেছে। তখন থেকে ওই এলাকায় প্রতি রাতে বিজিবি ও পুলিশ অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফয়সল মাহমুদের সঙ্গে কথা হলে তিনি  জানান, নির্বাচনী সহিংসতার মামলায় কেবল আসামিদের গ্রেফতার করা হচ্ছে। কোন নিরীহ মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার বা হয়রানি করছে না।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে নির্বাচন বিরোধীদের সহিংসতায় অর্ধশতাধিক মামলায় ১৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪ হাজার ১৯৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.