আমাদের কথা খুঁজে নিন

   

torrent এর স্পীড বাড়াবেন কীভাবে?

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . অনেকেই দেখলাম torrent নিয়া অনেক ঝামেলায় আছেন। এই জিনিস নিয়া আমি দীর্ঘদিন গবেষণা করছি। torrent ঠিক মত ব্যাবহার করতে পারলে এর থেকে মজার ও ঝামেলামুক্ত জিনিস আর কিছু নাই। আমি একদিন torrent নিয়া details লিখবো। আজ সময় না থাকায় ২ টা খুব গুরুত্বপূর্ণ suggestion দিয়ে শেষ করবো।

১. অনেকেই মাথা কুটে মরছেন সবথেকে ভালো torrent client ও site কোনটি খুঁজে বের করতে গিয়ে। আমি বলছি- iptorrents.com এর নাম শুনেছেন কখনো? অনেকে হয়ত নামই শুনেননি। এইটায় account খুলতে পারলে আপনার স্পীড , সিড না পাওয়াসহ সব সমস্যাই 100% সমাধান হবে নিশ্চিত। মাত্র ৪-৫ টা সিড থাকলেও এই সাইট থেকে আপানার ফাইল ফুল স্পিড এই download হবে। কারণ এরা সব quality seeder. আর সিড/লিচ ratio এই সাইট এ সব সময় অনেক বেশি থাকে।

কেন বেশি থাকে সেটা আপনি সাইট এর রুল গুলো পরলেই বুঝতে পারবেন। iptorrents.com কে বলা হয় "The Deep Sea of pirates". কারণ যে কোন pirated জিনিস সবার আগে এই সাইটে ই আসে। নাম না শোনার কারণ হোল সাধারণ পাবলিক খুব কমই এই সাইট ব্যাবহার করে। সব বড় বড় ripper ও pirate দের আড্ডাখানা হোল এই সাইট। এবং খুব strictly সাইট এর রুল গুলো follow করতে হয়।

যে কোন রুল ব্রেক করলে সাথে সাথে ব্যান। আপনি সরাসরি এই সাইট এ account ও খুলতে পারবেন না। আপনার একটি invitation লাগবে সাইট এর কোন existing member এর কাছ থেকে। নাহ, যে কেউ আপনাকে invitation পাঠাবেও না , কারণ আপনি যদি সাইটের কোন নিয়ম ভঙ্গ করেন তাহলে আপনি তো ব্যান খাবেনই সাথে যার invitation এ আপনি account খুলেছেন সেও ব্যান খাবে। আমার iptorrent account এর একখান screenshot দিলাম।

এই কাম যে আমি করছি এইডাও যদি ওরা জানতে পারে আমি ব্যান খামু। ২. কোন torrent যথেষ্ট স্পিড না পেলে বাড়তি tracker add করতে হয়। তাহলে স্পিড বৃদ্ধি পাওয়ার সমুহ সম্ভাবনা থাকে। utorrent এ যে কোন unfinished torrent এ double click করলেই প্রথমেই দেখবেন tracker এর একটা list থাকে। এই লিস্ট এ ভালো কিছু tracker add করলেই আপনার speed বৃদ্ধি পাবে।

বাড়তি tracker কোথায় পাবেন? এইতো বিশাল মুস্কিলে ফেলে দিলেন। সে তো অনেক কথা। সবথেকে সহজ উপায় হল যে কোন torrent search engine এ আপনার torrent টি খুজে বের করুন। torrent search engine কি বোঝেন তো? এটা হোল google এর মতো কিন্তু শুধু torrent খোজার engine. সবথকে বড় torrent search engine হোল torrentz.eu এইখানে আপনি একটা tracker list পেয়ে যাবেন। নিচের ছবিতে A Good Day to Die Hard (2013) এর torrentz.eu এর একটা search result থেকে প্রাপ্ত tracker list দেখানো হয়েছে।

এখান থেকে µTorrent compatible tracker list পেতে লাল চিহ্নিত লিঙ্ক এ ক্লিক করুন। ওখানে দেখবেন tracker এর একটা list পাবেন। copy করে just utorrent এ paste করুন। আশা করি আপনাদের এই তথ্য কিছুটা হলেও কাজে লাগবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।