আমাদের কথা খুঁজে নিন

   

আখেরী জামানা, আধুনিকতার মায়াজাল: বের হয়ে আসতে হবে আমাদেরকেই



বর্তমান বিশ্বে সর্বত্র আধুনিকতা শব্দটি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এ শব্দটি যোগ করতে পারলেই কি যেন হয়ে গেল। আর বিবেকহীন মরীচিকার পিছে ছুটে চলা মানুষেরাও সেই আধুনিকতার পিছে ছুটতে গিয়ে নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলছে। এরা ভুলেই যাচ্ছে এদের আত্মমর্যাদাবোধের কথা। আধুনিকতাকে গ্রহন করতে যেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে অশালীনতা, অশ্লীলতা, অভদ্রতা, কুফরী, হারাম, শিরকীকেও গ্রহনে এরা সংকোচবোধ করছে না। নিজেকে এই আধুনিকতার হিংস্র থাবায় বিকিয়ে দিচ্ছে এইসব নির্বোধ মানুষেরা।

যে মহিলাদের আজ ঘরের বদ্ধ প্রকোষ্ঠে এমনভাবে থাকার কথা যেন কোন গায়রে মাহরাম এক পলকের তরেও তাদের পশমও দেখতে না পায়, সেই মহিলারা আজ নারীর ক্ষমতায়নের নামে চরমভাবে বেপর্দা হচ্ছে। হাজার হাজার পুরুষের সাথে অবাধে মেলামশা করছে। এদের ধারনা এরা কাজ করে অর্থনীতিতে সাহায্য করছে, এরা কাজ না করলে বোধ হয় পেটে আর ভাত জুটবে না। এরা যে কতটাই নাস্তিক! আল্লাহ তায়ালা যে রিযিকের জিম্মাদার তার উপর এদের ভরসা নেই। আর এইসব বেহায়া মহিলার বেপর্দাপনা আজ দুর্বল ইমানের মুসলমানদের অন্তরে শয়তানি অসওয়াসা তৈরি করে ইসলাম পালনের পথে কঠিন বাধা তৈরি করছে।

এখন আখেরি যামানা। এইসব হাজার বেকুবের শয়তানি তাছির থেকে মুক্ত হয়ে মুসলমানদের হাকীকী মুসলমান হয়ে গোটা বিশ্বের ঝান্ডা নিজেদের হাতে তুলে নিতে হবে। আর এজন্য প্রয়োজন ইসলামের জন্য নিজেকে বিলিন করে দেওয়ার সদিচ্ছা ও কঠিন আত্মত্যাগ। তাই অসভ্য আধুনিকতাকে পরিত্যাগ করে মহিমান্বিত ইসলামের ছায়ায় এসে ইসলাম অনুমোদিত আধুনিকতাকে গ্রহন করি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.