আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো/ নষ্ট স্প্যানীশ গীটার চাই !!

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
আমার ৫ তারিখের মধ্যে একটা খুবই পুরোনো বা নষ্ট গীটার প্রয়োজন। কেন প্রয়োজন তা নিচের অংশটুকু পড়লে জানতে পারবেন। . . ** ২০০৪ সাল। তখন আমি বাফাতে নিয়মিত গীটার শিখতে যাই। তখন আমি এক ভাইয়ার কাছ একটা দুটো স্ট্রীং ছেড়া পুরনো দেশি স্প্যানীশ গীটার আনি।

আসলে উনিই আমাকে বলেছিলেন যে উনার একটা পুরোনো গীটার শুধু শুধু পড়ে আছে.. আমি যদি চাই তবে ঠিক করে ব্যবহার করতে পারি। পরে সেটা আমি বাসায় এনে ২ টা স্টীং লাগিয়ে কোন রকম ব্যবহার করতাম। কিন্তু তাতে প্রাকটিস করা আমার জন্য খুবই কষ্টকর হল। পরে আমি নিজেই একটা গীটার কিনি। .. এরপর বিভিন্ন কারণে গীটারের কোর্স (৪ বছরের) শেষ করা হয়নি।

এখন ২০১০ সালে এসে ওই ভাই বলছেন যে তার নাকি সেই গীটারটি লাগবে !!!! শুনে আমিতো আকাশ থেকে পড়লাম। সেই নষ্ট গীটার তো কবেই ভেঙেচুরে একাকার হয়ে গেছে। শেষবার যখন বাসা পাল্টেছি তখন ঐটার ভাঙাচোরা অংশগুলো ফেলে দিয়েছি। আমি ভাবতেও পারি নি যে উনি ওই নষ্ট গীটারটা আমাকে দেবার পর এত বছর পর আবার ফেরৎ চাইবেন। এখন কি আর করা..." ঘটনা এতটুকু-ই।

এখন নতুন দেশি স্প্যানীশ গীটার কিনতে গেলে পড়বে প্রায় ১৬০০ টাকা, যা এই মূহুর্তে আমার পক্ষে দেয়া সম্ভব নয়। ব্লগারবৃন্দ আপনাদের কারো সংগ্রহে যদি উপরের ছবির মত কোন পুরোনো / নষ্ট (সবগুলো স্টীং ছেড়া) এমন কোন দেশি স্প্যানীশ গীটার থাকে তো আমার কাছে বিক্রি করতে পারেন। তাহলে আমি বড় উপকৃত হই। .....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।