আমাদের কথা খুঁজে নিন

   

আসেন সবাই BBA/MBA এর জন্য অ্যাপ্লিকেশন করি



বয়স হয়ে গেছে ২৯। এখনো বিয়ে নামক দিল্লিকা লাড্ডুর দেখা মিলল না। বুড়া হওনের বয়স হইয়া যাইতাছে আর ওইদিকে মা বাপে গায়ে হাওয়া লাগাইয়া এখনো হিন্দি ফিম্লের নায়ক নায়িকার মত ঘুরে। দেখলে মনে হয় আমি মনে হয় এখনো দুই বছরের শিশু, কিছু বুঝি না, এখনো ফিডার খাই । (আল্লাহ জানে দুই বছরের পোলাপান ফিডার খায় নাকি, অসমর্থিথ সুত্র থেকে পাওয়া , কি খায় হেইডাও কইতে পারিনা )।

যাউগ্গা যা কইতাছিলাম। দুনিয়াটা এখন খালি আন্ধার দেখি, আমার বউ নাই কেন? লগের সব বন্দুকরা দেখি বিয়া কইরা ফেসবুকে ছবি দেয়। ফেসবুকে যে কেন আনলাইট লিংক নাই বুজতাম পারিনা। ব্যাটা যুকেবার্গরে মেইল দিমু, কমু বিয়ার ছবি দেখলে আনলাইক লিংক দিতে হবে। এইটা আমাগো আবিয়াতি পোলাপানগো আমরণ দাবি।

তয় এইখানে কইলাম আওয়ামিলীগ আর বিএনপি দুই গ্রুপ হইব না এইটা গ্যারান্টিড। । বাংলার দামাল ছেলেরা এই ব্যাপারে খুব একতাবদ্ধ। সুতরাং আসেন সবাই মিল্লা আজই বাপ মারে BBA (বাবা বউ আনো) / MBA (মা বউ আনো) এর জন্য অ্যাপ্লিকেশন করি। চিঠির সেম্পল টেম্পলেট দিতাছি নিচে, খালি ভ্যরিয়েবল চ্যান্জ করলেই হইবো।

শেষে আবার ইতি তোমাগো বাদাইম্মা পোলা বইলা আমার নামটা মুইছা দিতে ভুলবেন না যেন। কপি পেস্টের যা বেহাল দশা আপনাগো। বাবা / মা আমার বউ কই? __ বছর পার কইরা আইলাম কিনতু আপনাগো ভাবগতিতো সুবিধার মনে লইতাছে না। ওহ কি কইতাছি বুজতাছেন না? বুজবেন কেমতে? আমিতো এখনো আপনাগো কাছে দুগ্ধ পাল্য শিশু। কিনতুক মাইয়াগো বাপ মায়ের কাছে আমি সবেধন মনি।

কিনতুক আপনাগো কথা চিন্তা কইরা কোন মাইগো বাপ মায়ের রিকোয়েস্ট রাখি নাই এতদিন । এভাবে আর কতদিন চলে বলেন? আমার লম্পট হওয়ার দিন আইবো এইটা আপনাগো দেখতে হইবেক এই কথা ভাইবা আমার নিজেরই গা শিউরাই উঠে। অবশেষে আমার হৃদয় উথলানো এখখান কথা কই। আব্বাগো আম্মাগো পায়ে পড়ি এইবার আমার বিয়া দেন। কথা দিতাছি আমাগো বংশের বাত্তি আমি বছরে বছরে উজ্জল কইরা জালামু (যদিও সময়মত বিয়া করলে আমার পোলাই এই চিঠি আজকে আমারে লিখত, যা দিনকাল পড়ছে)।

ইতি তোমাগো বাদাইম্মা পোলা কিসমত উল্লাহ ( ) আমার বউর এখ্খান ছবিও দিলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.