আমাদের কথা খুঁজে নিন

   

অগ্রন্থিত কবিতা (২০০৫─২০১০)।



বন আবার সে বনে যাওয়া যায়। বারবার যাওয়াই তো যায়। কে কোথায় সরিয়ে রেখেছে ভাসমান সোনার প্রাসাদ? নীল বাড়ির ছাদে, বারান্দায়, লাল বালতি রাখা আছে। ঘুড়ি নেই কোনো? এখনো ঘুমিয়ে রয়েছে বসতি। জাতিস্মর আজ আর অবকাশ নেই।

হাতে রামধনু নিয়ে তুমি শিকারে গিয়েছো। ষাঁড়ের হৃদয় নিয়ে ছুটে গেছো নীল পক্ষিণীর কাছে! আমি শুধু জানালায় দূরবীন। জঙ্গলবাঁধাল মাঠ, পানকৌড়ি বিল, লতাগুল্মময় রান্নাঘর। আজ আর অবকাশ নেই। দূরবীন ফেলে আমি নিজেই বেরিয়ে পড়েছি শিকারে।

পূর্বজন্ম, বসে আছে দূরে, ছায়াময়। .......... পেইন্টিং: নান্নু মাহবুব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।