আমাদের কথা খুঁজে নিন

   

রাজীবের মৃত্যুর আগে ‘নূরানী সমগ্র’ নামে লেখা ব্লগে কেউ ভিজিট করেনি/তাহলে সেটি কি তার মৃত্যুর পরে হত্যাকারীরা খুলেছে?

(ছবিটি দৈনিক আমার দেশ এ ছাপা হওয়া) কৌতুহল উদ্দীপক লেখাটা শেয়ার করা হলোঃ আমাদের সময় ডট কম ফেব্রুয়ারী ২২, ২০১৩, শুক্রবার, ফাল্গুন ১০, ১৪১৯ ব্লগার রাজীব হত্যার পরই নূরানী সমগ্র নামে একটি লেখা ব্লগে ছেড়ে দেওয়া হয়। এর আগে অর্থাৎ ১৫ ফেব্র“য়ারির আগে ওই সাইটটিতে কেউ ভিজিটও করেনি। আর রাজীব খুন হন ১৫ ফেব্র“য়ারি। বর্তমানে ‘থাবা বাবা’ নামে একাধিক ব্লগ চালু আছে বলে জানিয়েছেন ওয়েবসাইট বিশ্লেষক প্রতিষ্ঠান ‘কোয়ান্টকাস্ট’। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে পাল্টা পোস্টও দেওয়া হচ্ছে সামাজিক নেটওয়ার্ক সাইটগুলোতে।

সন্ত্রাসী হামলায় নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের নামে একটি লেখা ছড়িয়ে জামায়াত-শিবিরের সমর্থকরা নানা অপপ্রচার চালাচ্ছে। রাজীব খুন হওয়ার পর থেকে নূরানী সমগ্র নামে একটি লেখা ব্লগে ছেড়ে রাজীবের পাশাপাশি শাহবাগের আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্লগারদের নাস্তিক আখ্যা দিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। নিহত ব্লগার রাজীব ‘থাবা বাবা’ নামে ব্লগে লিখতেন। তার মৃত্যুর পর থেকে এ নামে একাধিক ব্লগ চালু হয়েছে। সব কটিতে ইসলাম, মহানবীর নামে নানা কটূক্তি করা হয়েছে।

প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পর একজন মানুষ কীভাবে ব্লগ খুলে লিখবেন। অনুসন্ধান করে দেখা গেছেÑ সামাজিক নেটওয়ার্ক ফেসবুক, টুইটারসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে অতি উৎসাহে nuranichapa.wodpress.com সাইটটির লিংক শেয়ার করা হয়েছে। তবে ওয়েবসাইট বিশ্লেষক প্রতিষ্ঠান ‘কোয়ান্টকাস্টের’ দেওয়া তথ্যে দেখা যায়, নূরানী চাপা নামের সাইটটি প্রথম ভিজিট হয় গত ১৫ ফেব্র“য়ারি রাজীব হত্যার দিন এবং লিংক ছড়িয়ে দেওয়ার ফলে ওই দিন মোট ভিজিটর সংখ্যা দাঁড়ায় ৫৭ হাজার ৭৮৩। ১৫ ফেব্র“য়ারির আগে সাইটটি কেউ ভিজিট করেছেন এমন কোনো তথ্য কোয়ান্টকাস্ট পায়নি। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে পাল্টা পোস্টও দেওয়া হচ্ছে সামাজিক নেটওয়ার্ক সাইটগুলোতে।

শাহবাগ আন্দোলনের একজন লিখেছেন, মূলত খুনের দায়কে এড়াতে জামায়াত-শিবির মেতেছে অপপ্রচারে। ফেসবুক-ব্লগে থাবা বাবার নামে একাধিক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এরপর থাবা বাবাকে নাস্তিক প্রমাণ করতে ইচ্ছেমতো যা-তা লেখা হচ্ছে। তিনি আরও লিখেছেন, রাজীব খুন হওয়ার পর nuranichapa.wodpress.com নামে একটা পেজ খোলা হয়। এরপর নূরানী চাপা সমগ্র নামে একগাদা লেখা পোস্ট করা হয়।

যা থাবা বাবার লেখা বলে ওই সাইটে দেখানো হয়। কিন্তু থাবা বাবা খুন হওয়ার আগে এই সাইটে কোনো ভিজিটরকে সাইটটি প্রদর্শন করতে দেখা যায়নি। ইন্টারনেটে নূরানী চাপার পেজটির source code ঘেঁটে দেখা যায় http://www.quantcastcom--এর একটি লিংক দেওয়া আছে। সাইটটি বানানোর সময় ‘কোয়ান্টকাস্টের’ কোড ব্যবহার করা হয় কতজন ভিজিট করছে তা বোঝার জন্য। এতে দেখা যায়, ১৫ ফেব্র“য়ারির আগে সাইটটি কেউ ভিজিট করেনি।

ট্রাফিক বিশ্লেষণ প্রতিষ্ঠান কোয়ান্টকাস্ট নূরানী চাপার লিংকটি হচ্ছে : Click This Link রাজীবই নূরানী চাপা ব্লগটি চালাতেন এ কথা প্রমাণ করার জন্য রাজীবের মৃত্যুর পর ফেসবুকের অ্যাডমিন এরিয়ার একটি স্ক্রিনশট একজন শেয়ার করেন। স্ক্রিনশটে দেখানোর চেষ্টা করা হয়, রাজীবের নূরানী চাপা নামে একটি পেইজ রয়েছে। দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার করছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পেজের মালিক ছাড়া আর কারোর পক্ষে অ্যাডমিন এরিয়ার স্ক্রিনশট দেওয়া সম্ভব নয়। তাদের মত হচ্ছে, কেউ হয় রাজীবের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.