আমাদের কথা খুঁজে নিন

   

গান্ধির দেহভস্ম: ভাসবে সাগরজলে

সকল অন্ধকারের হোক অবসান

ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধির দেহভস্মের কিছু অংশ আগামী শনিবার (৩০/০১/১০) ছড়িয়ে দেয়া হবে সাউথ আফ্রিকার উপকূলবর্তী সাগরে। করমচাঁদ গান্ধির নাতিন ইলা গান্ধি জানিয়েছেন মৃত্যুর পর মহাত্মার দেহভস্ম আত্মীয় স্বজনদের কাছে ভাগ করে দেয়া হয়েছিল। তাঁর মৃত্যুর ৬২ বছর উদযাপন করতেই এমনভাবে শ্রদ্ধা জানান হচ্ছে। ডার্বানের সমুদ্র তীর থেকে সাউথ আফ্রিকার নৌবাহিনীর জাহাজে করে যাওয়া হবে সাগর বুকে। সেখান থেকে ভস্ম ছড়িয়ে দেয়া হবে সাগর জলে। এ শ্রদ্ধার্পন অনুষ্ঠানে গান্ধি পরিবারের প্রায় ২শ সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ১৯৪৮ সালে আততায়ির হাতে নিহত হওয়া মহাত্মা গান্ধি সাউথ আফ্রিকায় ২১ বছর কাটিয়েছেন। সেখানে তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেছেন। সমাজকর্মী হিসেবেও তিনি সাউথ আফ্রিকায় সক্রিয় ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।