আমাদের কথা খুঁজে নিন

   

......অবশেষে জাপানে!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

প্রায় ৫৪ দিনের লম্বা (আসলেই কি লম্বা? মনে হল গেলাম আর আসলাম) ছুটি কাটিয়ে জাপানে পৌছলাম গতপরশুদিন রাতে। প্রায় ২৪ ঘন্টার ভ্রমনে পুরা কাহিল, কারন ঢাকা-কুয়ালালামপুর-নারিতা এই রুটে জাপানে ফেরার সময়সূচি খুব একটা ভালো না। ঢাকায় রাত ৯টায় ছেড়ে মালয়শিয়ার পৌছে ভোর ৩টায়, এরপর নারিতার উদ্দেশ্যে ছাড়ে সকাল ১১টায় আর জাপানে পৌছে সন্ধ্যা ৬টায়। এরপর আবার আমার বাসায় আসতে বাসে প্রায় সোয়া ২ঘন্টা জার্নি।

পৌছলাম রাত ১২টায়, এসেই রান্না করে খাওয়া, দেশে কথা বলা..........পুরা বিধ্বস্থ। সেইসাথে ঘুমের সমস্যার মুখোমুখি হচ্ছি সময়ের ব্যবধানের জন্য। ঘুম আসে সেই বাংলাদেশের সময়মত। কাল রাতে ঘুম এসেছে জাপান সময় রাত ৩টায় আশা করছি ৪/৫ দিনের মাঝে এই সমস্যা দুর হবে। এই ছুটিতে ইচ্ছা ছিলো বেশ কিছু ব্লগারদের সাথে স্বাক্ষাত করার, যদিও আমু-সামু-আলো ব্লগের অনেক ব্লগারদের সাথে কথা হয়েছে, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততা আর দৌড়াদৌড়িতে আর স্বাক্ষাতের সময় করে উঠতে পারি নাই বলে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

পারিবারিক কিছু ট্যুরে অংশ নিয়েছিলাম। বেশ চমৎকার সময় কেটেছে দেশে থাকার এই দিনগুলিতে। নিজের দেশের মত স্বচ্ছন্দ-ভালোলাগা আর কোথাও কভু নেই। বিদেশে যেই যাই বলুন না কেন, আমি ভাই দেশে একবেলা না খেয়ে থাকতে হলেও দেশই ভালো, এইতো আর মাত্র আড়াই বছর, তাই খোদা হাফেয জাপানকে। বিদেশে থাকার দলে আমি নেই।

পরিশেষে আমার জন্য শুভকামনাকারি/কারিনী সহ সবাইকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে মনে রাখার জন্য, শুভকামনা জানানোর জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।