আমাদের কথা খুঁজে নিন

   

খুব ভালো লাগছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম পেমেন্ট টা পেয়ে



অনলাইনে টাকা আয়, এই টার্মটার প্রতি কেন জানি একটা দুর্বলতা চলে এসেছিল । কোন পত্র পত্রিকায় এ সংক্রান্ত কোন লেখা ছাপা হলেই পড়তাম । ঠিক টাকা ইনকাম করতে হবে এমন কোন তাগিদ থেকে নয়, অনেকটা চ্যালেঞ্জ হিসেবে অনলাইনে টাকা ইনকাম করার টার্গেট অনেক আগে থেকেই নিয়েছিলাম । গত বছরের এপ্রিলে প্রথম যখন ব্রডব্যান্ড কানেকশন নিলাম, তখন থেকেই অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম । প্রচুর পরিশ্রম করেছি এবং অনেক সময়ও ব্যয় করেছি ।

ব্লগিং, পেইড টু ক্লিক, এফিলিয়েট কোন কিছুই বাদ রাখিনি । কিন্তু কিছুতেই কিছু হয়নি । যা কিছু ইনকাম করেছি সেটা মিনিমাম পেআউট এর চাইতে অনেক কম । কিন্তু লাভের লাভ একটা হয়েছে, অ্যাডসেন্স এর জন্য কাজ করতে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টা খুব ভালো ভাবে শিখে যাই । এবং এটা দিয়েই গেটএফ্রিল্যান্সারে বিড শুরু করি এবং কাজ পেয়েও যাই ।

কিন্তু এ কাজের জন্য প্রথম দিকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং এতে আমারও অনেক কিছু শেখা হয়েছে । এখন আমি আছি এক মধুর ঝামেলায়, আমার হাতে গেটএফ্রিল্যান্সার এবং ইল্যান্সের মোট ৪ টি প্রজেক্টে প্রায় ১০০০ ডলারের মত কাজ আছে, অথচ আমার ৪র্থ বর্ষ ফাইনাল পরীক্ষা আগামী মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে, আর আমার সাবজেক্ট টা ও হচ্ছে সম্পূর্ণ ভিন্ন মেরুর, বায়োকেমিস্ট্রি । সো বুঝতেই পারছেন কি পরিমাণ প্রেশার এখন আমার উপর ! কাজ করছি অনেকদিন ধরেই কিন্তু পেমেন্টের কোন ব্যবস্থা করতে পারছিলাম না । আমার না আছে ক্রেডিট কার্ড, না আছে পেপাল । পেওনিয়ার এর জন্যে বারবার অ্যাপ্লাই করেও কাজ হচ্ছিল না ।

ওইদিন ইল্যান্সের পেমেন্ট অপশনে খুজে দেখি ব্যাংক ট্রান্সফারের অপশন আছে । আমি ভেবেছিলাম ওটা শুধু আমেরিকার জন্য, পরে দেখি না সব দেশের জন্যেই প্রযোজ্য । সাধারণ মেম্বারদের জন্যে মাসের প্রথমবার ফি ১০ ডলার আর পেইড মেম্বার দের মাসে একবার ফ্রি । যাই হোক আব্বার অ্যাকাউন্ট এর ঠিকানা দিয়ে দিলাম আর সেন্ড করলাম ৮০ ডলার । আব্বা আজ জানাল টাকা অ্যাকাউন্ট এ জমা হয়েছে ।

আব্বা নিজেও বিশ্বাস করতে পারেননি টাকা যে আসবে । আর বন্ধুরা তো রেগুলার খেপাত দিনরাত নেট নিয়ে পড়ে থাকি বলে । ওদের বিশ্বাস করাতেই পারছিলাম না যে সত্যিই টাকা হাতে আসবে । আজ খবর শুনে আমার চাইতে বেশী খুশি হয়েছে আমার বন্ধুরাই । ওরা বলছে, তোর এতদিনের পরিশ্রম তাহলে সার্থক হলো ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।