আমাদের কথা খুঁজে নিন

   

অপমানিত কে হল ? জাতি নাকি সাকিব, আশরাফুলরা ?

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে? কখনো কি তা বাস্তব হবে না? তার মানে আমরা স্বপ্ন দেখেই যাবো?? কত আশা নিয়ে তাদের খেলা দেখি, বুকের মাঝে কত স্বপ্ন বেঁধে তাদের খেলা দেখতে বসি। টাইগার বাহিনী অমুক করবে, টাইগার বাহিনী তমুক করবে ইত্যাদি। কিন্তু সে সব স্বপ্নকে ভেঙ্গে তছনছ করে দেয় ঐ নিমক হারামিরা। ওদের নিয়া যে সব স্বপ্ন দেখি, সে সব স্বপ্নের ফল আজ আমরা পাচ্ছি দু:খ, কষ্ট এবং এক বুক যন্ত্রনা। আমি যতটুকু জানি, ওদের কে খেলোয়াড় বললে আমাদের অন্যয় হবে, পাপ হবে।

ওরা জাতির কলঙ্কিত। যারা বছরের পর বছর শুধু খেলেই যাবে, কিন্তু তার বিনিময়ে কিছুই দিচ্ছে না। দিচ্ছে শুধু দুর্বল দলের সাথে কিছু জয় আর বড় বড় দলগুলো সাথে লজ্জাজনক পরাজয়। বিদেশের দলগুলোর সাথে লজ্জাজনক ভাবে হেরে দেশকে কলঙ্কিত করছে তারা। তারা জাতিকে অপমানিত করছে।

আমরাতো তাদের কাছ থেকে সব ম্যাচে জয় চাই না। আমরা চাই বিপক্ষ দলের সাথে সমানতালে খেলা। একটা জয় আনা আরেকটা প্রতিযোগিতা করে হেরে আসা। কারন জয় পরাজয় সব দলেই আছে। কিন্তু আমরা তা না করে সব কিছুই বিপক্ষ দলকে ঢেলে দিয়ে আসছি।

এটাই যেন আজ আমাদের নিয়তি হয়ে গেছে। ওদের খেলা দেখে আজ আমরা আসাহতহচ্ছি, অভাক হচ্ছি। আর অন্যদিকে খেলোয়াড়, বিসিবি কর্মকর্তাদের পকেট ভারি হচ্ছে। প্রিয় ব্লগাররা, খেলোয়াড়, নির্বাচক এদের নিয়ে আমার আগের পোষ্টটি দেখুন। দোষটা কি আমাদের না খেলোয়াড়দে নাকি নির্বাচকদের।

তাই যারা আজ আমার সাথে একমত, তারা আজ একটা কথা বলি, বাংলাদেশ ক্রিকেট দলের উন্নয়ন চাই, বিসিবি নির্বাচকদের বহিস্কার চাই। রাজনীতি মুক্ত ক্রিড়াঙ্গন চাই। সবাই ভাল থাকুন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.