আমাদের কথা খুঁজে নিন

   

জাগে না জাগে না তার চোখ...

অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

১. ভয় পাওয়াও যে একটা রোগ এটা সবাই জানে না। আমি জানি। প্রতিরাতে আমি ভয় পেয়ে জেগে উঠি। না, আমাকে কেউ ঘুমের মধ্যে ভয় দেখায় না। শুধু আমি ছোটবেলায় দেখা ভয়ংকর একটা চেহারা দেখতে পাই।

রক্তের স্রোতে কৃষ্ণচূড়া গাঢ় লাল হতে থাকে। স্মৃতি মুছে ফেলার জন্য কোন ইরেজার থাকলে ভালো হতো। ********************* আমি পালাতে চাই। দুঃস্বপ্ন থেকে পালানোর কি কোন পথ আছে?! আমি নিদ্রাহীন সময় কাটিয়ে দেই। একটা দুটা... তারা গুনা শেষ করার আগেই তারাগুলো সব মিলিয়ে যায়।

২. শিশুরা এত মায়াময় হয় কিভাবে! আমার ছোটবেলার ছবি দেখে আমি নিজেই মুগ্ধ হয়েছিলাম, মনে হচ্ছিলো আমাকেই আমি আদর করি বসে বসে। আমার আশেপাশে, কোন শিশুর প্রতি বাবা মার আদর মুগ্ধ চোখে দেখি আমি। ব্লগার স্বপ্নজয়ের কিছু পোষ্ট (উনার সন্তানকে নিয়ে) পড়ে আমার ইচ্ছে করছিলো উনার পা ছুঁয়ে সালাম করি। আমার বাবার প্রতি এই রকম অনুভূতি কখনো জন্মায়নি। ****************** ভালোবাসা সুন্দর-সবাই এই সত্যটা বুঝার সুযোগ পায় না।

বুঝে গেলে হয়ত আমি তুমি আমাদের শাড়ির আঁচলে একটা প্রজাপতি যতন করে বেঁধে রাখতাম। ৩. এলোমেলো থাকার আলাদা একটা মজা আছে। ঘরে এসে, গলার স্কার্ফ দরজার নবে ঝুলিয়ে দেয়া যায়। কিংবা মাঝে মাঝে আকাশের বুকে হাত রেখে মেঘগুলোকে উলোট পালট করা যায়! ****************** হিমুর পান্জাবীতে একটা পকেট থাকলে ভালো হতো। আমি তার পকেটে চুপটি করে ঢুকে যেতাম।

আমি এক হলদে প্রজাপতি হতে চেয়েছিলাম। Click This Link ৪. তুমি আমাকে ফুল দিও না। ফুল শুকিয়ে যাবার সাথে সাথে ভালোবাসাও শুকিয়ে যেতে পারে। তোমার মুক্তোর মত চোখের জল দিও আমায়। আমি তা শঙ্খ-দিঘীর বুকে জমা রাখবো।

http://www.youtube.com/watch?v=c7Pm_5xyNWc ****************** তোকে আমি আমার চোখের পালক দিলাম। চোখের পলক ফেলা মানে তোকে একটু খানির জন্য হারিয়ে ফেলা, চোখের আড়াল করে ফেলা। আমার চোখের পালক তুই তোর নখের তলায় লুকিয়ে রাখ। ভালোবাসা সুন্দর-এই বিশ্বাসটা আমাদের মাঝে গড়তে চাই। জীবন দিতে পারার মত সাহসটুকু এখন শুধু চাচ্ছি।

তোর রুমালের ভাজে ফুলের বনে আমার প্রানটা রেখে দিস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।