আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ভাষার দাবিতে যেহেতু কবিতাটি লিখেছেন তাহলে উনি কেন ১০ই ফাল্গুন দিয়ে কবিতাটি লিখলেননা? একুশে ফেব্রুয়ারি দিয়ে কেন লিখলেন?

আমার নীড় আমার ভালোবাসা। আমার নীড়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমি মোবাইল আর আমার নীড় আমার নোকিয়া মোবাইলের থাইলেন্ড কোম্পানির ব্যাটারি। যেই ব্যাটারি আমাকে এনার্জি দেয় বলেই আমি এখনো সচল আছি। অমর একুশে ফেব্রুআরি আমি কি ভুলিতে পারি।

আচ্ছা ৫২ এর এই দিনে তো ভাষা শহীদরা বাঙলা ভাষার দাবিতে আন্দোলন করেছিলেন এবং বলেছিলেন-- রাষ্ট্রভাষা বাঙলা চাই, রাষ্ট্রভাষা বাঙলা চাই, রাষ্ট্রভাষা বাঙলা চাই। এই শ্লোগানে মুখরিত ছিল পুরো বাঙলি জাতি। পরবর্তিতে এই দাবি ছিনিয়ে আনতে সফল হয়েছিল পুরো বাঙলি জাতি। ঊর্দু থেকে হয়ে গেল বাঙলা ভাষা। যখন আমাদের ভাষা শহীদেরা আন্দোলনে মুখরিত ছিল রাষ্ট্রভাষরা দাবিতে ঠিক তখনই আব্দুর গাফ্ফার চৌধুরি লিখেছিলেন এই কবিতাটি: "আমার ভাইয়ের রক্তে রাঙনো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

"-----এখানে কি আপনারা কোন ভুল দেখতে পান?? আচ্ছা উনি তো ভাষা শহীদের নিয়ে এই গানটা লিখেছিলেন, যারা ভাষার জন্য শহীদ হয়েছিলেন তাই না? বাংলা ভাষার দাবিতে যেহেতু কবিতাটি লিখেছেন তাহলে উনি কেন ১০ই ফাল্গুন দিয়ে কবিতাটি লিখলেননা? একুশে ফেব্রুয়ারি দিয়ে কেন লিখলেন? ইংরেজি মাসের নাম ও তারিখ কেন ব্যবহার করলেন? আজ ১৯৩ টি দেশে (য়েই দেশ গুলো জাতিসংঘের সদস্য) সেই দেশগুলোর প্রভাত ফেরিতে ২১শে ফেব্রুয়ারীর গান গাওয়া হয়েছে। গানটি যদি ২১শে ফেব্রুয়ারী দিয়ে না লিখে ১০ই ফাল্গুন দিয়ে লিখা হত তাহলে হয়তো বাংলা ভাষার গুরুত্ততা আর জোরদার হত এবং গানটিতে ইংরেজি ভাষার মিশ্রন থাকতো না। যিনি এই গানটি লিখেছিলেন উনি অবশ্যই মহৎ এবং আমার চেয়ে অনেক বেশী জ্ঞানের অধীকারী। উনার কাছে আমি কিছুই না। আমি এখানে শুধুই আমার ভাব প্রকাশ করেছি, আমার মনের কিছু অজানা প্রশ্ন তুলে ধরেছি।

এর চেয়ে বেশী কিছুই না। আমার এই লেখায় কোন ভুল হলে আমি ক্ষমা প্রাথী। ভুল হলে অবশ্যই তা তুলে ধরবেন। কারন ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহন করে আর আমিও এর বাহিরে না। নিজের লেখাটি সংশোধন করবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.