আমাদের কথা খুঁজে নিন

   

" মানুষের দৌড়ের ক্ষমতা ঘন্টায় সর্ব্বোচ ৪০ মাইল "

"পুখু সুবু কুরু রুবু রুতু পুহুল, কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু
সম্প্রতি সাউদার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটির গবেষক পিটার উইয়ান্ড জানিয়েছেন, মানুষের পক্ষে ঘন্টায় সর্ব্বোচ ৪০ মাইল দৌড়ানো সম্ভব। আর এটিই আশাবাদী করতে পারে ১০০ মিটার স্প্রিন্টের রাজা উসাইন বোল্টকে। বোল্ট এর মধ্যেই ঘন্টায় প্রায় ২৮ মাইল বেগে দৌড়েছেন। খবর ইয়াহু নিউজের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মানুষ সর্ব্বোচ কতো দ্রুত দৌড়াতে পারবে সেই অনুসন্ধানের ফল হিসেবে গবেষকরা দাবি করেছেন যে, এটি সর্ব্বোচ ৪০ মাইল হতে পারে।

পেশি কতো দ্রুত নাড়ানো যাবে তার উপরেই নির্ভর করে এই গতি। উল্লেখ্য, এ বিষয়ে আগে ধারণা করা হতো যে, এতে প্রধান বাধা পা দিয়ে মাটি স্পর্শ করার বিষয়টি। পা যখন মাটি স্পর্শ করে সেই সময়ের হিসাবে শুধু একটি নির্দিষ্ট গতি তুলতে পারেন কোনো দৌড়বিদ। পিটার উইয়ান্ড আরো জানিয়েছেন, সেরা স্প্রিন্টাররা প্রতি পদক্ষেপে পা ফেলার সময় সর্ব্বোচ ৮০০ থেকে ১ হাজার পাউন্ড সমান চাপ দিতে পারেন। গবেষণায় দেখা গেছে, আমাদের পায়ের পেশী আরো বেশি চাপ তৈরির উপযোগী।

ফলে এই গতি আরো বাড়ানোও যেতে পারে। তবে জানা গেছে, এক্ষেত্রে সবচে বেশি জড়িত পা ওঠানামার বিষয়টি। দৌড়ের সময় সামনের পা ও পেছনের পা মাটি স্পর্শ করার সময়টি আরো কমানোও সম্ভব। সবচেয়ে দ্রুত দৌড়াতে পেশী ফাইবারের সক্ষমতার কথাই বলেছে গবেষণার ফলাফল। চিতার সঙ্গে এই গতির তুলনা করা হলেও এই গতি চিতার গতির তুলনায় সামান্যই! চিতা দৌড়াতে পারে ঘন্টায় প্রায় ৭০ মাইল।

লিঙ্ক: Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।