আমাদের কথা খুঁজে নিন

   

লিরিক-২



মনতো পেলাম না.... সেবু মোস্তাফিজ কত রঙ্গে রাঙ্গিয়ে মন মনতো পেলাম না আপন মনে মন রাঙ্গিয়ে হলাম দেওয়ানা কত রঙ্গে রাঙ্গিয়ে মন .....(। । ) উদাসী এক চাতক পাখি জলের আশায় চেয়ে থাকি মরুচিকা হলে তুমি পিয়াস মিঠলো না কত রঙ্গে রাঙ্গিয়ে মন .....(। । ) প্রেম বিদ্যা নাইরে ধাতে বাঁধবো তারে কোন বরশিতে কোন পাথরে আঁকবো তারে আজো বুঝলাম না কত রঙ্গে রাঙ্গিয়ে মন .....(।

। ) উথাল পাথাল প্রেম জোয়ারে বুক ভেসে যায় খুঁজে তোরে কত মরু পার হলাম যে মজনু বলো না কত রঙ্গে রাঙ্গিয়ে মন .....(। । ) প্রেমের হাটে প্রেমের মেলা অন্তরে মোর কষ্টের চুলা সাধন-ভজন করলাম তবু তোমায় পেলাম না কত রঙ্গে রাঙ্গিয়ে মন .....(। ।

)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।