আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয়বারের মতো বিয়ে করছেন আদনান সামি

পরে বলবো

বিখ্যাত পাকিস্তানি গায়ক আদনান সামি তৃতীয় বারের মতো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। কন্যার নাম রয়া ফারিয়াবি; তিনি আদনানের ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু। রয়া মূলত জার্মানিতে বাস করেন। তবে তিনি প্রায়ই মুম্বাইতে আসেন। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার।

জার্মানির মিউনিখের একটি যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে তিনি কর্মরত আছেন। সারা বিশ্ব জুড়ে এই প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। বিয়ের পরে রয়া মুম্বাইতে চলে আসবেন বলে তারা মুম্বাইতে প্রতিষ্ঠানটির একটি শাখা খোলার কথা ভাবছে। তাদের বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামী ৩১ জানুয়ারি। উল্লেখ করা যেতে পারে, থ্রি ইডিয়টস্‌ (২০০৯) মুভিটির প্রিমিয়ারের সময় রয়াকে প্রথমবারের মতো আদনানের সাথে একত্রে দেখা যায়।

আর তারপর থেকেই এই মেয়েটিকে নিয়ে মিডিয়াতে আলোচনা শুরু হয়। সামপ্রতিক সময়ে আদনানের চোখের অপারেশনের সময় তিনি সঙ্গ দিয়েছিলেন। বর্তমানে তিনি বিয়ের জন্য আদনানের মায়ের আশীর্বাদ নিতে মুম্বাইয়ে অবস্থান করছেন। এ প্রসঙ্গে আদনান সামি বলেছেন, রয়া আমার জন্য পারফেক্ট জীবন সঙ্গী। আমি যখন আমার জীবনের সবচেয়ে খারাপ সময়গুলি পার করছিলাম, তখন আমার সাথে রয়ার পরিচয় হয়।

আমি আমার দাদা ও বাবাকে হারাবার পরে সাবাহর সাথে ডিভোর্স মামলায় জড়িয়ে জীবনের কালো একটি অধ্যায় পার করছিলাম। সে সময় রয়া আমার পাশে এসে দাড়ায়। রয়া একটি পরিবার-কেন্দ্রিক মেয়ে। সবচেয়ে বড় কথা হলো, সে আমাকে ভালোবাসে। আদনান আরো জানান, আমার বিয়েতে পরিবারের সবাই উপস্থিত থাকবে।

আমি আশা করেছিলাম, আমার বন্ধুরাও এ অনুষ্ঠানে যোগ দেবে। কিন্তু তাদের টাইম শিডিউলের সাথে আমার বিয়ে তারিখ মিলছে না। পরবর্তী সময়ে তারা আমাকে একটি ওয়েডিং রিসিপশন দেবে। প্রসঙ্গত, ১৯৯৬ সালে আদনান পাকিস্তানি ফিল্ম ও টিভি অভিনেত্রী জেবা বখতিয়ারকে বিয়ে করেন। তবে সে সম্পর্ক ১৯৯৭ সাল পর্যন্ত টেকে।

এরপর আদনান ২০০১ এ দ্বিতীয়বারের মতো বিয়ে করেন সাবাহ গালাদারিকে। গত বছরের শেষের দিকে এ সম্পর্কটিও ভেঙে যায় অত্যন্ত বাজে ভাবে। সাবাহ আদনানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। উল্লেখ্য, আদনান সামির বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে ভিগি ভিগি রাতো মে তুম আও না, কাভি তো ন্যাজার মিলাও, তেরা চেহরা কাব ন্যাজার আয়ে ইত্যাদি। (শীর্ষ নিউজ ডটকম



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।