আমাদের কথা খুঁজে নিন

   

কাব্যচিন্তন : আহসান জামান - এর একটি কবিতা



১ম লেখা - Click This Link ২য় লেখা - Click This Link ---------------------------------------------------------------------- আমার অনেক প্রিয় কবিতা আছে , যা আমি কেবলই পড়ি । পড়ে যাই । কোনো মন্তব্য করি না। সব কথা সব সময় , প্রকাশ করতে পারি না আমি। এটা আমার স্বভাব।

আমার অনেক প্রিয় কবি আছেন, এই ব্লগে- যাদের লেখায় আমার মন্তব্য করা হয়েছে খুবই কম। মানুষ আকাশ দেখে। নিজের মতো করে ভাবে। এটাই নিয়ম। আকাশ কোনো প্রতিউত্তর দেয় না ।

কবিতাও তাই । শুধু ভালোবাসা দেয়া যায়। কিছু পাবার আশা না করেই। আমার আজকের কবি আহসান জামান। অত্যন্ত মেধাবী , মননশীল এই কবি ।

তার নির্মাণশক্তি যেকোনো কাব্যপ্রেমিক কে ভাবাবে নতুন সাজে। পড়ুন এই কবিতাটি ....... Click This Link তারের অন্তরালে =========== তারের অন্তরালে কিসুর বাজে অবিরত মৃন্ময় খেলা করে রোজ; তার মূর্ছনায় ধুয়ে নেয় কালের শ্রম। বুনোপাখির কলতানে মিশেছে এক কৌশলী খসে পড়ে পুরানো রূপকথা। মনে হয় এইসুর কতদিন খুঁজে খুঁজে হয়েছে পথিক; পায়ে পায়ে অযত্নে জড়িয়ে আছে অচেনা বিষণ্নজীবন; মুছে নিতে ভুলে গেছে দুঃখতাপ। ---------------------------------------------------------------- এই যে তার , সেটার পরিচয় কী ? হয়তো হৃরদয়।

হয়তো প্রেম। হয়তো কান্না । হয়তো হাসি। সামগ্রিক মানবের আকাঙ্খা তুলে এনেছেন কবি এই তার - এ। বলতে পারি সেতার ।

কিংবা কাটাতার ও। কবি খেলে যান। একা নন। সাথে ধুয়ে যায় কালের শ্রম ও। আর রূপকথার কৌশল- সে তো আমাদেরই নান্দনিক জীবন ।

সেই সুর, সেই তার খুঁজে কবি হয়ে যান পথিক । তার এই হেটে যাওয়া। সেও জীবনের আরেক পর্ব। যে পর্ব দুঃখতাপগুলো মুছে নিতেও ভুলে যায়। এই রক্তদাগ লেপ্টে থাকা অক্ষরই, কবিতা ।

কবিতার মূলশর্ত। সুপ্রিয় পাঠক- আহসান জামান এর ব্লগটি ঘুরে আসুন । দেখবেন , কীভাবে তিনি সেজেছেন আর সাজিয়েছেন পংক্তিমালা। ধন্যবাদ - কবি আহসান জামান। ছবি- ইয়াজমীন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।