আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুকাব্য সংকলন-৬

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

১. তোমাকে দেখলে ভাবি ঐশ্বরিয়া নস্যি তুমি শাহরুখকে দেখলে আমায় বল দস্যি! ২.হাসি তার কবেকার মুক্তোর পাশা বত্রিশ দেখিয়া আমি পুরা বেদিশা! ৩. মোনালিসা হাসছে কারো কারো বারটা বাজছে! ৪. সামান্যই কটি কথা অথচ কী অসামান্য ব্যাথা! ৫. চোখে ঝরছে রেইন বুকে হচ্ছে পেইন! ৬. আমীর কে আর ফকির কে? যেতে হবে সবাইকে। ৭.ভালবাসা দিতে গেলে ভাল বাসা চায়! ভালবাসা নিতে গেলে ভালবাসা বদলায়! কোনদিন ভাল বাসা যোগাড় হলে কেউ কেউ ফিরে আসতে চায়! ৮.দিন যায় রাত আসে পুরানো প্রেম চোখ রাঙিয়ে হাসে! ৯.যতই বোঝাই যতই বলি সে বলে,“বলী! বলী! তোমাকে বলী! কী আর বোঝাবো? কী আর বলবো? মনে এখন তাই পলি! পলি! পলি! ১০. ভালবাসা ও প্রেমের মাঝে অতিরিক্ত কিছু ইনিংস আমি তার নাম দিয়েছি ফিলিংস! ১১.কী আছে জীবনে আমার? যদি বোতামই না থাকে জামার! ১২. কুমারী যাকে ছুঁড়েছে ডাস্টবিনে সে বেচারা কী করবে? কুমারী যাকে ছুঁড়েছে ডাস্টবিনে সে বেচারা কী করবে? উঠে দাঁড়াবে! কোন এক ভদ্রমহিলার টানে! ১৩. রূপ দেখিয়া রূপার, বহুকষ্টে গড়িয়েছি আংটি সোনার! তারপর একী ব্যাপার? রূপার আংটি এখন হীরার! ১৪. (প্রবাসের চিঠি) ভাল আছি, ভাল থেকো! প্রেমিককে ভাল রেখো! ১৫.জানালা দিয়ে দেখেছি পূর্ণিমা তিথি ক্ষণিকের তরে ঘরেও ছিল হয়ে অতিথি! ১৬.পূর্ণিমারে লেগেছে এত যে ভাল তিথি বুঝি তা জানে! ১৭. সেদিনও আকাশে ছিল চাঁদ পুরো চ্যাপ্টা সেও কেটেছিল ফাঁদ দেখিয়ে তার দাঁতটা! ১৮.কথা নাই বার্তা নাই প্রেমের কোন রাস্তা নাই! শুধু পলকে আস্থা নাই! ১৯.মিডিয়া আজকাল জাটকার বেড়াজাল! ঝাঁকে ঝাঁকে জাটকা কারেন্ট জালে আটকা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।