আমাদের কথা খুঁজে নিন

   

লন টেনিস - অষ্ট্রেলিয়ান ওপেন ২০১০ - মেয়েদের টেনিসে অঘটনের সংখ্যা বাড়িয়ে এবার বিদায় নিলেন কিমও।

বিশেষ কিছু নেই বলার মত। প্রতিবাদী একজন মানুষ আমি। অনেকেরই মত...... :)
মেয়েদের টেনিসে প্রথম থেকেই অঘটন ঘটেই চলেছে। প্রথম রাউন্ডেই বিদায় নেন রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। দ্বিতীয় রাউন্ডে অঘটন বজায় রেখে বিদায় নেন সার্বিয়ান তারকা আনা ইভানোভিচ।

এবার তৃতীয় রাউন্ডে রাশিয়ার নাদিয়া পেত্রোভার কাছে ৬-০, ৬-১ ব্যবধানে হেরে অষ্ট্রেলিয়ান ওপেন ২০১০ থেকে বিদায় নিলেন ২০০৯ সালে টেনিস জগতে পুনরায় আগমন করেই ইউএস ওপেন জয় করা বেলজিয়ান "টেনিস মম" কিম ক্লাইষ্টার্স। ম্যাচটি হয়েছে পুরোই একতরফা। ক্লাইষ্টার্সের দক্ষতা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। ম্যাচটির ফলাফলই সেটা প্রমাণ করছে। এই বছরই টেনিসে ফিরেছেন আরেক বেলজিয়ান তারকা জাষ্টিন হেনিন।

টেনিস জগতের নিয়মিত খবর রাখেন যাঁরা, তাঁদের প্রায় সবারই কাম্য জাষ্টিন হেনিন এবং কিম ক্লাইষ্টার্সের মাঝের খেলা। কিম ক্লাইষ্টার্স টেনিসে ফেরার পরও এই একটা জিনিসেরই অভাব ছিল। ঠিক সেটাই যেন পূর্ণ করতেই জাষ্টিন হেনিন টেনিসে ফিরে আসেন। তাই এবারের অষ্ট্রেলিয়ান ওপেনে উইলিয়াম রাজত্ব দূর করে আবার কিম ক্লাইষ্টার্স কিংবা জাষ্টিন হেনিনকেই দেখতে চাচ্ছিলেন প্রায় সবাই। কিন্তু হলো না।

এঁদের দুজনের মাঝে বিদায় নিলেন কিম ক্লাইষ্টার্স। কিন্তু জাষ্টিন হেনিন জয়ের ধারা বজায় রেখে এখনও আছেন। তৃতীয় রাউন্ডে রাশিয়ার টেনিস তারকা অ্যালিসা ক্লেভানোভাকে ৩-৬, ৬-৪, ৬-২ গেমের ব্যবধানে হারিয়ে হেনিন উঠেছেন চতুর্থ রাউন্ডে। সেখানে তিনি মুখোমুখি হচ্ছেন তাঁরই স্বদেশী খেলোয়াড় ইয়ানিনা উইকমেয়ারের। অন্যান্য খেলায় আরও জয় পেয়েছেন রাশিয়ার দিনারা সাফিনা এবং মারিয়া শারাপোভাকে প্রথম রাউন্ডেই বিদায় করে দেওয়া রাশিয়ান মারিয়া কিরিলেঙ্কো।

পুরুষদের টেনিসে এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাকমতো চলছে। তৃতীয় রাউন্ডে জয় পেয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো, গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে, ইউএসএ'র জন ইজনার, চিলির ফার্নান্দো গনজালেজ এবং ইউএসএ'র অ্যান্ডি রডিক। এই মূহুর্তে মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় চলছে স্পেনের রাফায়েল নাদাল এবং জার্মানির ফিলিপ ক্লোজস্ক্রাইবারের মধ্যকার তৃতীয় রাউন্ডের খেলা। প্রথম সেট চলছে। সর্বশেষ অবস্থাঃ রাফায়েল নাদাল ৪-৩ ফিলিপ ক্লোজস্ক্রাইবার।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।