আমাদের কথা খুঁজে নিন

   

অকবিতা- আপেক্ষিকতাবাদ।


একটা পাঁচ পয়সার কয়েন ছুড়ে দিয়েছিলাম সেদিন তীব্র ক্রোধে, প্যারাবোলিক গতিপথে ছুটে গিয়ে কয়েনটা পড়েছিল আবর্জনায়। একটা নেংটো শিশু খাবারের খোঁজে পাঁচ পয়সা পেয়ে ছুটে গিয়েছিল আর পাশে দাড়ানো পাড়ার নেড়ি কুত্তাটা অপলক চেয়ে হেসেছিল বাচ্চা ছেলের ছ্যাবলামী দেখে। ম্যাটেনি শোতে সিনেমা দেখে ফিরছিলাম ঘরে হঠাৎ লাল রং-এর একটা কার চলে গেল পাশ ঘেষে। ঘাড় ফিরিয়ে আনমনা আমি দেখি সেই শিশুটি অপলক চেয়ে আমার দিকে। ভুল দেখিনি- হাসছিলো সে আমায় দেখে।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।