আমাদের কথা খুঁজে নিন

   

ভয় ছিল কেউ না নদীতে পড়ে যায়: হানিফ সংকেত

http://www.facebook.com/samimsikder
কয়েক হাজার দর্শক নিয়ে চট্টগ্রাম বন্দরে এবারই প্রথম ধারণ করা হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঢাকার মিরপুরের ফাগুন অডিও ভিশন-এ বসে এবারের ইত্যাদির বিভিন্ন বিষয়ে হানিফ সংকেতের সঙ্গে কথা বলেছেন শানত্মনু চৌধুরী চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা কেনো ? ‘আসলে এটা হঠাৎ করে নয়। গত কয়েকটি পর্ব থেকে আমরা দেশের ঐতিহাসিক বিভিন্ন স্থানে ইত্যাদি নির্মাণ করে আসছি। ‘ইত্যাদি’র মঞ্চ, শিল্পী, বিষয়বস্তু নির্বাচন সবকিছু নিয়ে বরাবরই দর্শকদের একটা কৌতূহল থাকে। এসব আয়োজনে দেশের সভ্যতা, সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলোতে মূল অনুষ্ঠানের ধারণ শুরু করেছে।

সংসদ ভবন চত্বর, নগর ভবন, লালবাগ কেল্লা, কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার, ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল ও বাংলা একাডেমীর বর্ধমান হাউসের পর এবারের পর্ব তাই ধারণ করা হয়েছে আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র কর্ণফুলী নদীরে তীরে চট্টগ্রাম সমুদ্র বন্দরের ১৩ নম্বর জেটিতে। ’ হানিফ সংকেত জানান, ‘বন্দরে অনুষ্ঠান করাটা ছিল জটিল কাজ। আর ইত্যাদি ভালোবাসে জটিল কাজকে সহজ করতে। ’ চট্টগ্রাম বন্দরে ইত্যাদি নির্মাণ করতে গিয়ে কেমন সহযোগিতা পেয়েছেন ? ‘চট্টগ্রামের লোকজন যে কীভাবে সহযোগিতা করেছে তা ভোলার নয়। তাদের আতিথিয়তা আর আনত্মরকিতায় আমি মুগ্ধ।

’ কোনো সমস্যায় পড়তে হয়নি ? ‘না, তেমন কোনো সমস্যা হয়নি। তবে একটা বিষয়ে ভয়ে ছিলাম ইত্যাদি যেহেতু নদীর ওপর নির্মিত হচ্ছে। সে কারণে ইত্যাদি দেখতে এসে কেউ না আবার নদীতে পড়ে যায়। ’ হানিফ সংকেত জানান, এবারের ইত্যাদি প্রথমে ধারণ করতে চেয়েছিলেন ফয়’স লেকে। কিন্তু সেটা ঢাকার ফ্যাস্টাসি কিংডম এর মতো মনে হবে বলে বাদ দেয়া হয়েছে, পরে আদালত চত্বরে করার সিদ্ধান্ত ছিল।

কিন্তু সেটাও ঢাকার আহসান মঞ্জিলের অনুরূপ অনেকটা। খ্রিষ্ট পূর্ব চতুর্থ শতাব্দী থেকেই কর্ণফুলী নদীর মোহনা, যা বন্দর হিসেবে গড়ে উঠেছে। এবারের অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতিকে প্রাধান্য দেয়া হয়েছে। তাছাড়াও অনুষ্ঠানের শিল্পী নির্বাচনও ছিল চট্টগ্রাম কেন্দ্রিক। ‘ইত্যাদি’র এবারের পর্বে নানান বিষয়ের সঙ্গে বরাবরের মত এবারও কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন রয়েছে।

স্বীকৃতি ও প্রচারের লোভে নয়- নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে যারা কাজ করেন এমন প্রচার বিমুখ মানুষদের নিয়ে ‘ইত্যাদি’র প্রতিটি অনুষ্ঠানেই থাকে চমৎকার সব হৃদয়ছোঁয়া প্রতিবেদন। এবারের পর্বে যশোহরের বাঘার পাড়ার ৬০ বছর বয়সী কাজী মনোয়ার হোসেনের উপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। যিনি নিজেই অর্থের অভাবে খুববেশি লেখাপড়া করতে পারেননি। কিন্তু গরীব ও অসহায় ছেলেমেয়েদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। আর একটি শিক্ষামূলক প্রতিবেদন রয়েছে একজন শিক্ষকের উপর।

নাম তার সোহরাব হোসেন। দারিদ্র্যকে জয় করে যিনি সফল হয়েছেন নিজের অধ্যাবসায়ের গুণে। এছাড়াও হিলার্স বা নিরাময়কারী নামের একটি প্রতিষ্ঠানের কর্মকান্ডের উপর রয়েছে একটি সামাজিক প্রতিবেদন। যে প্রতিষ্ঠানের অধিকাংশ সদস্য বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। জনবল নয় দৃঢ় মনোবল নিয়ে তারা সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করছেন।

যাদের শ্লোগান হচ্ছে-‘ ‘ভাল থাকি, ভাল রাখি’। রয়েছে মুন্সিগঞ্জের সাত্রাপাড়া গ্রামের মোঃ রহমতউল্লাহ খান আনোয়ারের উপর প্রতিবেদন। যিনি তার বাড়ির ব্যবহার্য্য প্রায় প্রতিটি জিনিসই নিজে নকশা করে নিজের হাতেই বানিয়েছেন। ইত্যাদি’তে সবসময় ভিন্ন আঙ্গিকে গান প্রচার করার চেষ্টা করা হয়। এজন্য ‘ইত্যাদি’তে অধিকাংশ ক্ষেত্রে বিষয়ভিত্তিক, জীবন ভিত্তিক ও লোকসঙ্গীতকে প্রাধান্য দেয়া হয়।

এবারের ইত্যাদির গানগুলো কেমন হচ্ছে ? ‘এবারের ইত্যাদি’তে মূল গান রয়েছে তিনটি। এবারের অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর, কৃষক-শ্রমিক-সাধারন মানুষের কর্মদ্যম নিয়ে একটি বিষয়ভিত্তিক গান রয়েছে। লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, গেয়েছেন জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিৎ। শিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া ও রবি চৌধুরী গেয়েছেন চট্টগ্রামের একটি বিখ্যাত গান। এই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন চট্টগ্রামেরই একদল নৃত্যশিল্পী।

জনপ্রিয় মডেল নোবেল ও নওশীন অংশগ্রহণ করেছেন আর একটি চট্টগ্রামের আঞ্চলিক গানের চিত্রায়নে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী ও শাকিলা জাফর। ’ ইত্যাদির দর্শক পর্বেও নিশ্চয় চট্টগ্রাম বন্দরের বিষয় রাখা হয়েছে ? ‘যেহেতু এবারের ‘ইত্যাদি’র মূল মঞ্চ চট্টগ্রাম বন্দরে করা হয় তাই চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দরকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে আমন্ত্রিত দর্শকদের মধ্য থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত দর্শকদের দিয়ে চট্টগ্রামের কিছু জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে ২য় পর্ব। এই পর্বে অংশগ্রহণ করেছেন চট্টগ্রামের তিনজন শিল্পী-সৈকত দাস, সন্‌জীত আচার্য্য ও কল্যাণী ঘোষ।

’ আর মামা ভাগ্নে আর নানা নাতির কি অবস্থা ? ‘মামা-ভাগ্নে পর্বে দেখা যাবে ভাগ্নে নতুন ব্যবসা করছে। কিন্তু কীভাবে মামাকে ফাঁকি দিয়ে ভাগ্নে ব্যবসা করছে এবং কিসের ব্যবসা করছে? নানী-নাতিকেও এবার দেখা যাবে ষ্টুডিওতে দর্শকদের সামনে। ’ ‘ইত্যাদি’তে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বিভিন্ন নাট্যাংশ। সঙ্গীত প্রতিযোগিতা ও বিচার, জন্ম তারিখ বিপত্তি, একান্নবর্তী পরিবারের অসহায়ত্ব, শীতের পিঠার তৃপ্তি, ভুয়া লেখকের কীর্তি, ভর্তি সমস্যা, গ্রাম্য লোকের সিএনজি যাত্রা সহ বিভিন্ন বিষয়ে আরো কয়েকটি নাট্যাংশ রয়েছে। প্রতিটি নাট্যাংশেই রয়েছে বিনোদনের পাশাপাশি আমাদের সামাজিক অসংগতিকে ঘিরে তীব্র কটাক্ষপাত।

ইত্যাদি’তে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- কে.এস.ফিরোজ, সোলায়মান খোকা, নাজমুল হুদা বাচ্চু, ফখরুল হাসান বৈরাগী, মহিউদ্দিন বাহার, আফজাল শরীফ, ফারুক আহমেদ, কাজী আসাদ, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, শবনম পারভীন, নিপু, জিল্লুর রহমান, মামুনুল হক টুটু, আমিন আজাদ, অলিউল হক রুমী, কাজল, স্বপন, আর্জুমান্দ আরা বকুল, শামিম, মৌনতা, কাজী রাজু, তরু মোচ্চফা, কাজল, সুজাত, জ্যোতির্ময়, অশোক বড়ুয়া, অপু, বিলু বড়ুয়া, রতন খান, নজরুল, রবিন, পাপিয়া, ফাহিম, অথৈ, আনিস সহ আরো অনেকে। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন রানা ও মামুন। চিঠিপত্র পাঠ করেছে শানু। সব বয়স এবং সব শ্রেণী পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রচারিত হবে ২৯ জানুয়ারি, শুক্রবার রাত ৯ টায় বাংলাদেশ টেলিভিশনে। দি আজাদী অবলম্বনে
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।