আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমাদের নিক নামের সাথে অন্তত একটা ই-মেইল এড্রেস যোগ করি ব্লগ এখন আর শুধু পার্সোনাল ডায়েরীর মধ্যে সীমাবদ্ধ নেই

furamoon@gmail.com

ব্লগ এখন আর শুধু পার্সোনাল ডায়েরীর মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে অনেকেই তাদের ভাল লাগা মন্দ লাগা নিয়ে লিখছেন। আবার অনেকেই লিখছেন ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এমনকি পৃথিবী জুড়ে প্রতিনিয় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, নানা সমস্যা এবং সমাধান নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন। ব্লগারদের এসব মতামত প্রচলিত অন্যান্য মিডিয়ার মাধ্যমে প্রচারিত মতামতগুলোর চেয়েই কোন অংশেই কম নয়। অনেক ক্ষেত্রে বরং ব্লগারদের মতামত বেশি যুক্তিসংগত হয়ে উঠে।

যার কারণে অনেক ব্লগার দারুণ সাড়া পেয়ে থাকেন। ব্লগারদের এসব মতামত অন্যরা মন্তব্যের মাধ্যমে আরো সমৃদ্ধ করে থাকেন। অনেকেই আবার প্রয়োজনীয় তথ্য উপাত্তের জন্য সংশ্লিষ্ট ব্লগারের সাথে যোগাযোগ করতে চান। কিন্তু বেশির ব্লগার প্রতিকী নামে ব্লগ লিখে থাকেন । আমি নিজেও তাই করি।

এতে একধরণের ভাল লাগাও আছে। তাই আমরা ব্লগারগণ যদি আমাদের নিক নামের সাথে অন্তত একটা ই-মেইল এড্রেস দিয়ে দিই তাহলে পারস্পারিক যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগতে পারে। আবার প্রয়োজনের সময় তা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হতে পারে। আমি আমার নিক নামের সাথে ই-মেইল এড্রেস যোগ করলাম। প্রিয় ব্লগার আপনিও আপনার ব্লগ সাইটে ই-মেইল এড্রেস যোগ করে ব্লগকে সমৃদ্ধ করুন।

ইতিমধ্যে যারা ই-মেইল এড্রেস দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।