আমাদের কথা খুঁজে নিন

   

পুনশ্চঃ সেই অলৌকিক আলোর সন্ধানী

ক্ষণকালের এ পৃথিবীতে সবচেয়ে সুস্পষ্ট ভবিষৎ "মৃত্যু"। তাই, এসো সে মৃত্যুকে মহান করে তুলি প্রতিদিন অন্তত একটি ভাল কাজের মধ্য দিয়ে। সুনিতা উইলিয়ামসের ইসলাম গ্রহণের কথা অনেক পুরোন গল্প, যা সোনালী পাতায় স্থান পেয়েছে। তারপরও মাহে রমজানের এই মাসে তার ইসলাম গ্রহনের পেছনের বিষয়টি আবার স্মরন করতে চেষ্টা করি। সুনিতা উইলিয়ামস একজন ভারতীয় বংশদ্ভুতো মার্কিন নভোচারী।

যিনি ১৯৫ দিন সেটেলাইট স্পেস স্টেশনে থাকার পর পৃথিবীতে ফিরে আসেন তার অন্য চার সহযাত্রী সহ। নারী নভোচারী হিসেবে তিনি মহাকাশে সবচেয়ে বেশীদিন থাকার রেকর্ড করেন। এর আগে ১৯৯৬ সালে শ্যানোন লুসিড ১৮৮ দিন থেকে রেকর্ড করেছিলেন। অন্যদিকে লুসিড মহাকাশযান ছেড়ে একেবারে শূন্যে অবস্থান করেন ৪ ঘন্টা, কিন্তু সুনিতা এ অবস্থায় কাটান ২৯ ঘন্টা ১৭ মিনিট। এসময় তিনি মহাশূন্যে হেটেছেন ও রিতিমত দৌড়েছেন।

এসব রেকর্ডের কারনে আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক 'এবিসি' সেসময় তাকে 'পার্সন অব দ্য উইক' ঘোষনা করে। ২৩জুন ২০০৭ খেয়াজান আটলান্টিসে নিরাপদে ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাটিতে অবতরন করে। সেখানে অবস্থানকালে নভোচারীরা স্পেস স্টেশন থেকে শক্তিশালী টেলিস্কোপ এর সাহায্যে পৃথিবীর ছবি তুলছিলেন, তখন সুনিতা দেখতে পান পুরো পৃথিবীটাই অন্ধকার আচ্ছন্ন। কিন্তু দুইটি স্থান ব্যতিত । যেখানে রয়েছে মহাশূন্য থেকে আসা অলৌকিক কোন রশনি।

যেখানে রয়েছে মহাশূন্য থেকে আসা অলৌকিক কোন রশনি। এবং তারা দেখতে পান স্থান দুটি সৌদি আরবের দুটি প্রসিদ্ধ জায়গা। যার একটি হচ্ছে মক্কা আর অন্যটি মদীনা ( যা উপরের ছবি দুটোতে দেখা যাচ্ছে)। এরপর তারা পৃথিবীতে এসে ইসলাম গ্রহন করেন। কিন্তু তাদের ইসলাম গ্রহনের ব্যপারটি সরকারিভাবে স্বীকার করেনি বা ব্যপারটি স্থান পায়নি প্রখ্যাত পশ্চিমা নিউজ গুলোতে।

তাই খবরটা অনেকে অয়েব সাইটে দেখে ভেংচি কেটেছেন। কিন্তু গত বছর যখন তিনি ওমরা পালনের জন্য সৌদি যান তখন অনেকেই তা বিশ্বাস করেন। মজার ব্যপার হচ্ছে তখন আমাদের বিরধী দলীয় নেত্রীও সেখানে ওমরাহ পালনের জন্য যান। এবং তারা পাশাপাশি কামরাতে ছিলেন। পরবর্তিতে তাদের সাক্ষাতও হয় ।

অনেকে ব্যপারটা গুগলে আর্থ দিয়ে দেখার চেষ্টা করেছেন : আর অবাক হয়ে বলেছেন সুবহানাল্লাহ!!! ইউটিউবেও সুনিতা উইলিয়াম এন্ড ইসলাম নামে সার্চ দিয়ে পেতে পারেন বেশকিছু ভিডিও।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।