আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারিদ বিক্রি হলো মাত্র৭০(সত্তর)লাখ টাকায় !!



আজকের যুগান্তরে দেখলাম ওয়ারিদ বিক্রি হলো মাত্র৭০(সত্তর)লাখ টাকায় !! Click This Link মানে ওয়ারিদের ৭০% শেয়ার মাত্র মাত্র৭০(সত্তর)লাখ টাকায় ভারতী এয়ারটেল কিনে নিয়েছে । অথচ এর মার্কেট প্রাইস কত হতে পারে, ব্লগাররা নিশ্চয় আন্দাজ করতে পারছেন । মজার বিষয় হচ্ছে: ০১। ২০০৫-এর ২০ ডিসেম্বর লাইসেন্স পায় । ০২।

যুগান্তরের নিউজ অনুযায়ী, ৪ জানুয়ারি ১ম-এ ওয়ারিদ তাদের লাইসেন্স ওয়ারিদের আরেকটি কোম্পানিতে হস্তান্তর করে । ০৩। বাংলাদেশ টেলিকম এ্যাক্ট অনুযায়ী, বিটিআরসি কোনোভাবেই লাইসেন্স হস্তান্তর অনুমোদন করতে পারে না । দেখুন : Click This Link বাংলাদেশ সব সম্ভবের দেশ !! বিনিয়োগ বান্ধব কি বলেন ?? অফ নিউ্‌জ : আমাদের জয় নাকি রেডিসন হোটেলে আয়োজিত এয়ারটেলের প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দেন । এ প্রোগ্রামে ৫০জন আমন্ত্রিত ছিলেন ।

(সুত্র: নিউজ পেপার) এটা এমনি এমনি বললাম । আমি ওয়ারিদ বা এয়ারটেলের সাথে জয় পরাজয় কোন কিছুর মিল খুজছি না । যদি কেউ ভাবেন তা নিজ দ্বায়িত্বে ভাবতে পারেন । এমনিতে রুল অবশ্য বড় ডিল / অনিয়মের সাথে বড় বড় রুই কাতলা জড়িত থাকে , সেটা আলাদা বিষয় !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।