আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারিদ টেলিকমের বাটপারি



নেড়া কয়বার বেলতলায় যায়?জানিনা। আমি গিয়েচি দুই বার। ১মবার ওয়ারিদের ৩০০% বোনাসের এ্যড দেখে কিনলাম একটা সিম। একটিভেট করতে গিয়ে দেখা গেলো ফেইলড। কিছুতেই আর চালু করা গেলোনা।

সারভিস সেনটারে জানানোর পর তারা জানালো ঐ একই নামবার আরো একজন ইউজ করছে। একটি নামকরা মোবাইল কোমপানি কি করে একই নামবর এর দুটি সিম একই সময় বাজারে ছাড়তে পারে তা বুঝলামনা। কোমপানি এর দায় নিলোনা। তারা দোষ দিলো রিটেইলারের। আমার বুঝে আসলোনা রিটেইলার এখানে কিভাবে দায়ি?গেলো আমার ৩০০টাকা! মানুষ মাতরই ভুল করে।

আবারো ভুল করলাম। কিনলাম আরেকটা সিম। এবার চালু হল,৫০ টাকা টকটাইম ও পেলাম। কিনতু নিয়ম মোতাবেক পুনরায় রিচারজে ২৪৯টাকা আসার ২ মিনিট পর দেখি টাকা নাই। কাসটমার কেয়ারে জানাতেই তারা লাইণ কেটে দিলো।

বুঝলাম পুনরায় মদন হইয়াছি। হে জনতা:ওয়ারিদ হইতে সাবধান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।