আমাদের কথা খুঁজে নিন

   

৯১ বোতল ফেনসিডিলসহ বাণিজ্যমন্ত্রীর পিএসের গাড়ি আটক

কথা বলি মানুষের

বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানের একান্ত সচিব মিজানুর রহমানের সরকারি গাড়ি থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। তবে ওই সময় মিজানুর রহমান গাড়িতে ছিলেন না। পুলিশ গাড়িটির চালক হারুনুর রশিদ হিরু ও অপর আরোহী গোলাম আজমকে গ্রেপ্তার করেছে। কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন কালের কণ্ঠকে জানান, রবিবার রাত ২টায় সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের রাস্তায় একটি গাড়িকে (চট্ট মেট্রো-হ-১১-০৬৮৭) ইতস্তত অবস্থায় ঘুরতে দেখলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় এবং এর তেলের ট্যাংকি থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে চালক হারুনুর রশিদ কুমিল্লার নাঙ্গলকোটের আজিয়াপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে বলে জানান। গোলাম আজম জানিয়েছেন, ঢাকার নাজিম উদ্দিন রোডের হাফেজ তমিজ উদ্দিন তাঁর বাবা। হিরু ও গোলাম আজমের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ তাঁদের কুমিল্লার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটি চা-বোর্ডের।

চা-বোর্ড থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবহার করতে দেওয়া হয়েছে। মন্ত্রীর একান্ত সচিব এটি ব্যবহার করেন। যোগাযোগ করা হলে একান্ত সচিব মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, গত ১০ জানুয়ারি থেকে তিনি সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ম্যাট কোর্সে অংশ নিচ্ছেন। এর পর থেকে তিনি গাড়িটি ব্যবহার করছেন না। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের অনুপস্থিতিতে গাড়ি নিয়ে মন্ত্রণালয়ে আসার জন্য চালক হারুনুর রশিদ হিরুর সঙ্গে মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়।

এ সময় চালক জানান, গাড়ি নষ্ট, মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছে। সংবাদ সূত্র- কালের কন্ঠ Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।