আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনিশ এমপির আদলে লাদেনের চেহারা ছেপে বিপাকে এফবিআই

কাউকে কখন ও বেশী ভালোবাসতে নেই পরিনামে সেই দুঃখ দিতে পারে

বিন লাদেনের বর্তমান মুখ কল্পনা করে স্পেনের সাংসদ গাসপার লামাজারেসের মুখের ছবি ছেপে এখন বেকায়দায় পড়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ক্ষিপ্ত লামাজারেস এ বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। । কোথায় আল কায়দা সুপ্রিমো ও বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেন আর কোথায় স্পেনের কমিউনিস্ট পার্টি লজকুইরেডা উনিডার শ্রদ্ধেয় সাবেক নেতা গাসপার লামাজারেস। দুই ব্যক্তিত্বের মধ্যে সহস্র যোজন ফারাক।

কিন্তু এফবিআইর কাছে লাদেনের বর্তমান মুখের অর্থাৎ বয়স্ক মুখের যে ধারণা তৈরি হয়েছে, তা দেখা যাচ্ছে একেবারে অবিকল ওই গাসপার লামাজারেসের মুখ। মাত্র কয়েকদিন আগেই লাদেনের দাড়ি গোঁফ বাদ দেয়া সম্ভাব্য মুখের এই ছবি প্রকাশ করেছিল এফবিআই। সেই মুখ আর স্পেনের সাংসদ গাসপার লামাজারেসের মুখের মধ্যে কোন ফারাকই নেই। ফলে যা হওয়ার তাই হয়েছে। ক্ষিপ্ত লামাজারেস সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, 'বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী লাদেনের বর্তমান চেহারার যে কল্পিত ছবি প্রকাশিত হয়েছে তার সঙ্গে আমার চেহারার অবিকল মিল রয়েছে। এতে আমার নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় অনেক সমস্যা দেখা দিতে পারে। ' তবে নিজের দোষ স্বীকার করে নিয়েছে এফবিআই। সংস্থার পক্ষে বিশেষ গোয়েন্দা জ্যাসন প্যাক মাদ্রিদে গত শনিবার রাতে সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন, এফবিআই-এর যে ফরেনসিক শিল্পী লাদেনের এই ছবিটি বানিয়েছেন, তিনি আসলে এফবিআই'র ডাটাবেস থেকে কোনরকম সাহায্য না পেয়ে ইন্টারনেটের সাহায্য নিয়েছিলেন।

আর তাতেই এই বিপত্তি। ওই শিল্পীর কোন ধারণাই ছিল না যে লাদেনের বয়স্ক দাড়ি-গোঁফবিহীন মুখ হিসেবে যা তিনি কল্পনা করছেন, হুবহু ঠিক তেমন মুখের অধিকারী কোন ব্যক্তি সত্যিই থাকতে পারেন এই দুনিয়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।