আমাদের কথা খুঁজে নিন

   

Call Recording without Beeps

এন. ইসলাম মিতা
মোবাইল ইউটিলিটি নিয়ে আমার এবারের লেখা... কল রের্কডিং ....। এর সম্পর্কে যারাদের জানা নেই তাদের উদ্দেশ্যেই আমার এই প্রয়াস। মোবাইল ফোনে অসীম (Unlimited) সময় উভয় পাশের কথা রেকর্ড করার সুবিধা তেমন কোন সেল ফোনে সাধারণত নাই। অধিকাংশ সেলফোনের নিজস্ব অপসন থেকে ৩০ সে. - ১ মি. পর্যন্ত পার্ট পার্ট করে কল রেকর্ড করা যায়। রেকর্ড করার সময় কিছুক্ষন পর পর বীপ-বীপ শব্দের মাধ্যমে বুঝা যায় যে কল রেকর্ডিং চলছে।

কিন্তু থার্টপার্টি কিছু সফটওয়্যার ব্যবহার করে কোন বীপ শব্দ ছাড়াই আনলিমিটেড কল রেকর্ডিং করা যায়। বীপ ছাড়া কল রেকর্ডিং করার বেশ কিছু শক্তিশালী ফিচার সমৃদ্ধ সফটওয়্যার হলো.... Total Recall- । একে স্পাই রেকর্ডারও বলা যেতে পারে। এর দ্বারা রেকর্ডিং কোয়ালিটি বেশ উন্নতমানের। পারসোনালিটি বজায় রাখতে এতে রয়েছে পাশওয়ার্ড প্রটেকশনের সুবিধা।

নকিয়া S60 সিরিজের অধিকাংশ 3rd (যেমন, নকিয়ার N ও Eসিরিজ) 2nd এডিশন ফোন সেটে এটি কাজ করবে। নিচের লিংক থেকে টোটাল রি-কল ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। লিংক : Click This Link অথবা, Click This Link এর সাথে ক্রেক ফাইলযুক্ত আছে। এর মাধ্যেমে আপনি এর সিরিয়াল নম্বর টি পাবেন। উল্লেখ্য, এটা সেটআপের সমস্যা হলে... আপনার সেটের ক্যালেন্ডার এর সন ২/৩ বছর পিছিয়ে দিতে হবে।

নকিয়ার সেকেন্ড এডিশন (যেমন নকিয়া N70) এর এটা কাজ না করলে নিজের লিংক থেকে ডাউনলোড করতে পারেন....... এটা অবিরাম রেকর্ড করলেও রের্কডিং এর সময় বীপ আওয়াজ করতে পারে। তাই এর সাথে দেয়া Beepoff3.sis সফটওয়্যারট সেটআপ করে একবার চালিয়ে দিলেই বীপ শব্দ বন্ধ হবে। আমি এখানে নয়া আমদানী; তাছাড়া আমি লেখক নই। যারাদের জানা নেই তাদের উদ্দেশ্যেই এ নিবেদন। এর গুরুত্বপূর্ণ ফিচার উপভোগ করতে হলে এটি ব্যবহার দেখতে পারেন... এর দ্বারা আপনার ব্যবহারের সুবিধাকে বাড়াতে সক্ষম কিনা।

+ মন্তব্য করুন। ধন্যবাদ সবাইকে... - মিতা
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।