আমাদের কথা খুঁজে নিন

   

এ সব কিছু হইছে হিজড়া শেহবাগের পাপ এ এবং অন্যদের অহংকার

কখনো সময় আসে জীবন মুচকি হাসে...ঠিক জেনো খুড়ে পাওয়া চোদ্দ আনা...আশা রাখি পেয়ে যাব বাকি দু আনা।

আমি কখনোই বলি না, বাংলাদেশ বেস্ট দল,ভাল বাটিং লাইন আপ, বোলিং এ দুর্দান্ত কিন্তু আমরা কখনোই অহংকার করি না। বাংলাদেশের ক্রিকেট এখন হাটি হাটি পা পা...... এ সব এখন শিশুতোষ কাহিনী। ক্রিকেট অনিশ্চয়তার আমরা মানি,ভারত পাকিস্তানের মত আমরা সমর্থকেরা উগ্র না,আমরা জানি আমাদের প্রতিবন্ধকতা,আমরা যেমন বিশ্বের এক নম্বর ক্রিকেট দল অস্ট্রেলীয়াকে হারাতে পারি আবার আয়ারল্যান্ডের মত নবীন দলের কাছেও লজ্জাজনকভাবে হারতে পারি। বাস্তবতা হল আমরা সব পারি।

কিন্তু একটা জিনিস আমরা পারি না.......অহংকারে গা ভাসাতে। হোয়াটমোর বলে গেছেন এই দলের কোন ভাল দিকই নাই,মানলাম। আমাদের ক্রিকেটারেরা আশা নিরাশায় আমাদের দুলিয়ে রাখে,ইনজুরি ফর্ম হারানো এটা নিত্য ঘটনা,কিন্তু তা সত্ত্বেও আমরা অহংকার করি না, গুড ক্রিকেট কাকে বলে তার উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের ক্রিকেট। অস্ট্রেলীয়া,দক্ষিণ আফ্রিকা,নিউজল্যান্ড,ওয়েস্টইন্ডিজ,ইংল্যান্ড,ভারত, পাকিস্তান,শ্রীলঙ্কা...... সবাইকেই দেখছি.... উইকেট পাবার জন্য রান আউট করার জন্য কিভাবে তারা টিজিং এর আশ্রয় নেয়.... তা এক কথায় ঘেন্নার হিজড়া শেহবাগ যেভাবে পাপ কুড়ালো তা কখনোও ই এই অর্ডিনারি ক্রিকেট দল করবে না,করে নি। জয় পরাজয় ড্র যা আসুক আমরা মাথা পেতে নিব...... আনন্দ এই যে শেহবাগ তার অহংকারের ফল পাইছে।

আশা করবো বাংলাদেশ ভাল করবে। বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে একটাই চাওয়া.... লড়াই করে যাও। এখন ভারতের স্কোর ১৬০/৬ (৪৫ ওভার)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।