আমাদের কথা খুঁজে নিন

   

পিনিক হইছে

মুহুর্তকে বিনোদন ভাবতে চাই!

আঁধারের সাথে যার বসবাস তার আবার আঁধারের ভয়। পিনিকের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েই তার আঁধারে গমন, তারপর সেবন ব্যস! পিনিক শুরু................. মুঠোফোন হাতে, ১ গিগাবাইট মেমোরীকার্ড সমেত মুঠোফোন। নিস্তব্দ আঁধার জেঁকে আছে চারদিক। পিনিক চরমে উঠছে................ মুঠোফোন থেকে নির্গত তাজা গানের আওয়াজ পিনিকের মাত্রা বাড়িয়ে দেয় বহগুন। বয়ে যায় অফুরন্ত সময় নেংটা ব্যস্ততায়। পিনিক আরো বাড়তে থাকে, সাথে কালো আঁধার আরো ঘনিভুত হয়।....................................... একসময় সব নিশ্চুপ হয়ে যায়। কালো আঁধার সরে যায় তার জায়গা ছেড়ে। দখলে নেয় মুক্ত আলো...................................................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।