আমাদের কথা খুঁজে নিন

   

আজ কবি ও ছড়াকার এম. ইব্রাহীম মিজি'র ৪৪তম জন্মবাষির্কী...

সেন্টার ফর কমিউনিটি ইনফরমেশন এন্ড ক্রিয়েটিভ মিডিয়া

এম. ইব্রাহীম মিজি অন্যমাত্রা'র অন্যতম শুভাকাঙ্খী। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দোয়ালীয়া গ্রামের চৌধুরী মিয়াজীর বাড়িতে ১৯৬৬ সনের ১৬ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত মো. আলী হায়দার, মাতার নাম মৃত নজুবা খাতুন। বাংলাদেশের বিশেষ করে সিলেট সাহিত্যাঙ্গনে মিজি একটি পরিচিত নাম। জীবন জীবিকার তাগিদে প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছেন।

ছড়া কবিতা গল্পে সমান দখল থাকলেও ছড়াকার হিসেবেই ব্যাপক পরিচয়। আগুন ঝড়া ভাষার গাঁথুনি, বক্তব্যধর্মী আহবান ছড়ার পংঙিতে পংঙিতে। নিরলস সাহিত্য সাধনাই মহান ব্রত। জাতীয় পত্রিকা থেকে শুরু করে স্থানীয় তথা দেশের আনাচে কানাচে থেকে প্রকাশিত ম্যাগাজিন ও সংকলনে তার উপস্থিতি অবিরাম। বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

প্রগতিশীল সাহিত্য সাময়িকী `বাঁধন' সম্পাদনা করছেন নিয়মিত। নিজস্ব চিন্তা ধারার ব্যতিক্রমী এই কবি ও ছড়াকার সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। অন্যমাত্রা'র পক্ষ থেকে এম. ইব্রাহীম মিজিকে জন্মবাষির্কীর শুভেচ্ছা...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।